অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের ইভেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ 'এ'র প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। জোড়া গোল করে ম্যাচসেরা দ্বীন ইসলাম।
চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো আবদুল্লাহর নেতৃত্বাধীন দলের। যদিও প্রথম কোয়ার্টারে হংকংয়ের ডেডলক ভাঙতে পারেনি তারা। প্রথম গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে।
২০ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোল লিড দেয় বাংলাদেশকে। ৬ মিনিট পর পেনাল্টি থেকে জোড়া গোল পূরণ করেন দ্বীন। ব্যবধান বাড়ে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। অমিত হাসানের গোল নিশ্চিত করে বাংলাদেশের জয়।
মওদুদুর রহমানের শিষ্যদের পরের ম্যাচ ৫ তারিখ, শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে একই টুর্নামেন্টের মেয়েদের ইভেন্টে শুক্রবার (৪ জুলাই) জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ নারী দল।
২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেবার ভারতের কাছে ফাইনাল হেরেছিল বাংলাদেশ। এবার টুর্নামেন্টে খেলছে না ভারত। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের গ্রুপে হংকংয়ের পাশাপাশি রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।
আমার বার্তা/এল/এমই