ই-পেপার শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

আমার বার্তা অনলাইন
০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২

দুই ঘণ্টারও বেশি সময়ের ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হলো গ্রুপের প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার জে গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কে গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। এই তিন দলের একটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।

এল গ্রুপকে এবার মৃত্যুকূপ ধরা হচ্ছে। ইউরোপের দুই জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে এই গ্রুপে ঘানা ও পানামা। গত দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলকে। ই গ্রুপে রয়েছে কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্টে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রথম ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে। দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া।

ইউরোপিয়ান প্লে অফ খেলে নর্দার্ন আয়ারল্যান্ড, বসনিয়া ও ওয়েলসকে ছাপিয়ে বিশ্বকাপের টিকিট পেলে ইতালি খেলবে বি গ্রুপে। কানাডা, কাতার ও সুইজারল্যান্ড হবে তাদের প্রতিপক্ষ।

ড্র যেভাবে হলো

ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের নাম তোলেন। আগে থেকেই এই তিন দেশের গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছিল। স্বাগতিক মেক্সিকো এ গ্রুপে, কানাডা বি এবং যুক্তরাষ্ট্র ডি গ্রুপে খেলবে। তারপরই শুরু হয়ে যায় বাকি দল বাছাই।

এক নম্বর পট থেকে প্রথম দল ছিল ব্রাজিল, তারা সি গ্রুপের এক নম্বরে ছিল। এরপর জার্মানি ই গ্রুপের এক নম্বরে। নেদারল্যান্ডস এফ গ্রুপে, বেলজিয়াম জি গ্রুপে, স্পেন এইচ, আর্জেন্টিনা জে গ্রুপ, ফ্রান্স আই, পর্তুগাল কে, ইংল্যান্ড এল গ্রুপের প্রথম স্থানে জায়গা করে নেয়।

ফাইনালের আগে দেখা হবে না শীর্ষ দুই র‌্যাংকিংধারী দল স্পেন ও আর্জেন্টিনার, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের বেলাতেও একই হিসাবনিকাশ।

দ্বিতীয় পট থেকে কোরিয়া এ গ্রুপের তিন নম্বর জায়গা পায়। সুইজারল্যান্ড বি গ্রুপের চার নম্বরে। সি গ্রুপের দুই নম্বরে মরক্কো। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ডি গ্রুপের তিন নম্বরে। ইকুয়েডর ই গ্রুপের চার নম্বরে। এফ গ্রুপে জাপান দুই নম্বরে। জি গ্রুপের তিন নম্বরে ইরান। এইচ গ্রুপের চার নম্বরে উরুগুয়ে। ফ্রান্সের সঙ্গে সেনেগাল আই গ্রুপের দ্বিতীয় স্থানে। জে গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া তিন নম্বরে। পর্তুগালের সঙ্গে কে গ্রুপে কলাম্বিয়া চতুর্থ স্থানে। এল গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া ছিল দুই নম্বরে।

তিন নম্বর পট থেকে দক্ষিণ আফ্রিকা এ গ্রুপের দুই নম্বরে। কাতার বি গ্রুপের তিন নম্বরে। প্যারাগুয়ে ডি গ্রুপের দুই নম্বরে। ই গ্রুপে আইভরি কোস্ট তিন নম্বরে। তিউনিসিয়া এফ গ্রুপের চার নম্বরে। মিশর জি গ্রুপের দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ড সি গ্রুপের চার নম্বরে। সৌদি আরব এইচ গ্রুপের তিন নম্বরে। জে গ্রুপে আলজেরিয়া দুই নম্বরে। কে গ্রুপে উজবেকিস্তান তিন নম্বরে। পানামা এল গ্রুপের চারে। নরওয়ে আই গ্রুপের চার নম্বরে।

চার নম্বর পটের ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেকিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড এ গ্রুপের চারে। নর্দার্ন আয়ারল্যান্ড/ ইতালি/ওয়েলস/বসনিয়া বি গ্রুপের দুইয়ে। হাইতি সি গ্রুপের তিনে। ই গ্রুপের চারে কুরাসাও। ইরাক/বলিভিয়া/সুরিনাম আই গ্রুপের তিনে। কেপ ভার্দে স্পেনের সঙ্গে এইচ গ্রুপে দুই নম্বরে। তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো ডি গ্রুপের চারে। ইউক্রেন/সুইডেন/ পোল্যান্ড/আলবেনিয়া এফ গ্রুপের তিন নম্বরে। জর্ডান জে গ্রুপের চার নম্বরে। কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া কে গ্রুপের দুই নম্বরে। ঘানা পড়েছে এল গ্রুপের তিনে। নিউজিল্যান্ড জি গ্রুপের চার নম্বরে।

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড

গ্রুপ বি: কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো।

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া।

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে।

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলম্বিয়া।

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

আমার বার্তা/জেএইচ

কিউইদের লক্ষ্যের জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে

আইসিসির নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের দৌড়ে তাইজুল ইসলাম। বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই ব্যক্তিগত পুরস্কার জয়ের

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

তখনও খেলা শুরু হতে কিছু সময় বাকি। দুই দলের খেলোয়াড়রাও মাঠে নামেননি। মাঠে ঢোকার টানেলেই

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে রওনা হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে বেড়েছে পেঁয়াজের ‘ঝাঁজ’, কমেছে কাঁচা মরিচের দাম

প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?

প্রেম করায় পরিবারের শাসন, অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

কোনো মাংস নেই, পুতিনকে নৈশভোজে যা যা খাওয়ালো ভারত

ইমরান খান ‘মানসিক অসুস্থ ব্যক্তি’, বলল পাকিস্তানের সেনাবাহিনী

কাঁপছে উত্তরের জেলা, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

আগারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

৬ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মিছিল: নেতৃত্বে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মিছিল: নেতৃত্বে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

কক্সবাজারে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া

সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলায় এনবিআরের মামলা