বই দেখাবে আলোর পথ, গড়বো নতুন ভবিষ্যত- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ৮ দিন ব্যাপী বইমেলা।
শনিবার সকালে মুজিব বর্ষ পালন ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এর আগে আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা স্থলে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্ম সচিব শওকত আলী, যুগ্ম সচিব ফয়েজুর রহমান ফারুকি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্রাক্তন মেয়র আব্দুল জলিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।
এবারের বই মেলায় ৪২ প্রতিষ্ঠানের ৭০ স্টল স্থান পেয়েছে। একই সাথে ঢাকা থেকে বাংলা একাডেমি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ ৫টি সরকারি প্রতিষ্ঠান এবং ৩২টি খ্যাতনামা প্রকাশনী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।
আমার বার্তা/১৬ নভেম্বর ২০১৯/রহিমা