ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর ১৬ দিনে পাঁচ লাখেরও বেশি আফগানকে তাড়িয়ে দিয়েছে ইরান। দেশটিতে বসবাসরত আফগান নাগরিকদের মূলত ‘ইসরায়েলি গুপ্তচর’ বলে সন্দেহ করা হচ্ছে এই মুহূর্তে।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই ইরান ঘোষণা দিয়ে আসছে, তারা নথিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, গত ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান ইরানি-আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে।
সিএনএন বলছে, গত বুধবারেই ৩৩ হাজার ৯৫৬ জন আফগান ইরান ছেড়েছে; আগেরদিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৫ জন এবং শুক্রবার সর্বোচ্চ ৫১ হাজার আফগান নাগরিক ইরান ছেড়েছে।
নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে আগামী রোববার (১৩ জুলাই) ।
এদিকে ইরান ছাড়ার আগে অনেক আফগান নাগরিকই তেহরানের পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সেইসঙ্গে রাস্তায় এবং বাজারে অপমানও করা হচ্ছে তাদের। মূলত, ইরানে বসবাসরত আফগান নাগরিকদেরকে ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
আমার বার্তা/জেএইচ