সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৯৯৮ জনকে গ্রেফতারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এ ছাড়া ৪২০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।
এছাড়া দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করে।
আমার বার্তা/জেএইচ