বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন এবং সমার্থক। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদৃষ্টি এবং সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা একাকার হয়ে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। যার নাম বর্তমানের বাংলাদেশ।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান এ মন্তব্য করেন।
ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ডা. হাসিনা নাসরিন, মাসুদুর রহমান, ডা. বিদ্যুৎ বড়ুয়া ও শাহাদাত হোসেন জুয়েল।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডা. আইরিন সুলতানা।
শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।