ই-পেপার সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩

শরিয়াহ প্রশ্নে জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণা: ফয়জুল করীম

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪
আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৩

চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি দলগুলোর মধ্যে একটি সমঝোতা জোট গঠনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সে পথে না গিয়ে ২৫৯ আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, আদর্শিক কারণেই ১১ দলীয় জোট থেকে সরে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাঁর দাবি, জোটের মূল লক্ষ্য ছিল ইসলামী হুকুমত কায়েম করা এবং শরিয়াহভিত্তিক আইন বাস্তবায়ন। কিন্তু জোটের শরিকদের একটি অংশ ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়নে অনাগ্রহ প্রকাশ করায় ঐক্য সম্ভব হয়নি।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন জনগণকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। সে অবস্থান থেকে সরে এলে তা মানুষের সঙ্গে প্রতারণার শামিল হবে। তাই দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তৃতীয় কোনো পক্ষের পরামর্শ বা আসন বণ্টন–সংক্রান্ত বিষয় এই সিদ্ধান্তের পেছনে নেই; এটি সম্পূর্ণ আদর্শিক সিদ্ধান্ত।

ইসলামী আন্দোলনের এই অবস্থানের ফলে ইসলামপন্থিরা দুর্বল হয়ে পড়ছে—এমন ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, বরং এতে প্রকৃত ইসলামপন্থিরা আরও শক্তিশালী হবে। যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায়, তারাই দুর্বল হবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী শরিয়াহ আইনের পরিবর্তে প্রচলিত আইনের আওতায় দেশ পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছে—এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। তাঁর মতে, এ অবস্থানের কারণে জামায়াতকে আর পূর্ণাঙ্গ ইসলামপন্থি দল বলা যায় না।

শরিয়াহ আইন বাস্তবায়ন হলে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হবে—এমন আশঙ্কাকে তিনি ‘ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শরিয়াহ আইন একটি ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা, যেখানে সব ধর্মের মানুষের জান-মাল-ইজ্জত রক্ষার নিশ্চয়তা রয়েছে এবং বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না।

নারীদের কাজ ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন এমন একটি সমাজব্যবস্থা গড়তে চায়, যেখানে কোনো নারী বাধ্য হয়ে কাজ করবেন না। প্রয়োজনে রাষ্ট্র অসহায়, বিধবা ও বেকার নারীদের ভরণপোষণের দায়িত্ব নেবে। তবে কেউ কাজ করতে চাইলে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

পর্দা প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু নারীর জন্য নয়; পুরুষের জন্যও ফরজ। উভয়কেই ইসলামী বিধান মেনে চলার আহ্বান জানানো হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপিকে জনসমর্থনের দিক থেকে শক্তিশালী মনে করলেও আদর্শিকভাবে দলটিকে দুর্বল বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই নেতা। নির্বাচনের পর সরকার গঠনের প্রশ্নে তিনি বলেন, দেশ ও ইসলামের কল্যাণ নিশ্চিত হলে শর্তসাপেক্ষে যেকোনো রাজনৈতিক সমঝোতা বিবেচনায় আসতে পারে।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন ভালো ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো ধরনের আধিপত্য বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বাধীনতার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা জানান তিনি।

নির্বাচন নিয়ে শঙ্কার কথাও তুলে ধরে মুফতি ফয়জুল করীম বলেন, একটি পাতানো নির্বাচনের আশঙ্কা রয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল যাই হোক তা মেনে নেওয়ার কথা জানান ইসলামী আন্দোলনের এই নেতা। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পথেও যেতে পারে দলটি।

২৫৯ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন সব আসনেই জয়লাভের চেষ্টা করবে। যেসব আসনে প্রার্থী নেই, সেখানে ইসলামের আলোকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে—এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। - সূত্র : কালবেলা

আমার বার্তা/জেইচ

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। তিনি আগামী বৃহস্পতিবার

কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের

দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন

কোনো কোনো দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের জন্য, যেগুলো আমরা

আমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই: শফিকুর রহমান

জনগণের আমানতের মালিক নয়, চৌকিদার হতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

পাঁচ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম, ইতিহাসে প্রথম

‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’

দেশ ছাড়ার গুজবের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পড়া শুরু

ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনায় একাধিক ফোন কলে বাগেরহাটের ডিসি-এসপিকে ‘হুমকি’

আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল: ক্রিকবাজ

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, পিসিবির সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের

নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া হবে না তারা হজ করতে পারবে না

নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল

শরিয়াহ প্রশ্নে জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণা: ফয়জুল করীম

নারীকে নিয়ে অশালীন মন্তব্য: জামায়াত নেতার জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল : বন্ধ ৭০০ রাস্তা, রাতভর গাড়িবন্দি পর্যটকরা

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি: সুজন সম্পাদক

‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি