ই-পেপার শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন, ভোটার নয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৭

নির্ধারিত তারিখেই (২৫ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যুক্ত করা হবে না।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সকল প্রার্থী ও প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা করে নির্বাচন কমিশন। সভায় সবার সিদ্ধান্তের আলোকে এ কথা জানান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

এ সময় রাকসুর নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা এবং বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থীসহ রাকসু নির্বাচনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলেও নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের সাথে একাত্মতা পোষণ করে কমিশনের মতবিনিময় সভা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা রাকসু নির্বাচন কমিশন আয়োজিত এ মতবিনিময় সভা বয়কট করেছি। আমরা প্রশাসনের ডাকে এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি রাকসু নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলার সুষ্ঠু পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের নির্দেশেই আজকে ছাত্রদলের ওপর হামলা করেছে। তাই আমরা পাকিস্তানি প্রশাসনের উপাচার্য সালেহ হাসান নকীবের মতবিনিময় সভায় থাকবো না।

তিনি আরও বলেন, শুধু আমরা একা মতবিনিময় সভা বর্জন করিনি। আমাদের সাথে আমাদের বন্ধুসুলভ সংগঠন ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও এ কমিশনের নির্বাচন বয়কট করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

এ বিষয়ে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের মতবিনিময় সভায় আহ্বান করেছি। এখন কেউ যদি আমাদের মতবিনিময় সভা বয়কট করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

এর আগে সকাল ৯টা থেকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেন। পরবর্তীতে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে বহিরাগত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় চটে যান শিক্ষার্থীরা এবং একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

আমার বার্তা/এমই

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়েরে

ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নামে খোলা একটি

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিজয়নগরে সফলতা অর্জন করলেন কৃষক আব্দুল জলিল

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রফিকুল গ্রেপ্তার

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধার অর্ঘ্য

ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

চাঁদপুরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ চাচি আটক

কসবায় একটি অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে

হাতকড়া-শেকল পরিয়ে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল এক্সোসরিজ জব্দ

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি