ই-পেপার শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় বাড়ল আরও ২ দিন

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) এবং আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।

দুপুরে সিনেটে রাকসু নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা সোমবার এবং মঙ্গলবার আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময় মনোনয়নপত্র জমা চলমান থাকবে। তবে নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে বলে জানান তিনি।

এ দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিক্ষোভ করছে ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতেসহ উপচার্যবিরোধী শ্লোগান দেন।

ছাত্রদল নেতাদের দাবি, রোববার (৩১ আগস্ট) রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্রদলের শান্তিপূর্ণ আন্দোলনে শিবির ও সাবেক সমন্বয়করা হামলা করেন। এ সময় নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটে; যা ন্যাক্কারজনক।

ছাত্র নেতারা, ২০২৪-২৫ শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ দিকে, ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

প্রার্থীদের ভাষ্য, গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রতিবেদন পাননি। সে কারণে তারা শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না।

আরও পড়ুন: রাকসু নির্বাচন: ভোটার তালিকা নিয়ে দিনভর উত্তেজনা রাবিতে

নির্বাচন কমিশন জানিয়েছে, অধিক সংখ্যক প্রার্থীর ডোপ টেস্ট করতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। আজ সোমবার বিকেলের মধ্যে ডোপ টেস্টের ফলাফল পাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হবে বলে জানান তারা।

এর আগে ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৩১৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন লড়ছেন।

এই নির্বাচনে ১০টি প্যানেলে ১৬৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। প্যানেলগুলো হলো: গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪।

রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন।

আমার বার্তা/এল/এমই

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়েরে

ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নামে খোলা একটি

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিজয়নগরে সফলতা অর্জন করলেন কৃষক আব্দুল জলিল

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রফিকুল গ্রেপ্তার

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধার অর্ঘ্য

ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

চাঁদপুরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ চাচি আটক

কসবায় একটি অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে

হাতকড়া-শেকল পরিয়ে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল এক্সোসরিজ জব্দ

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি