ই-পেপার শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

চবিতে সংঘর্ষ : বাদী ঠিক হয়নি, ৩ দিনেও হয়নি মামলা

আমার বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় তিনদিন পেরিয়ে গেলেও মামলা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত হাটহাজারী থানায় সংঘর্ষের কোনো মামলা রেকর্ড হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলার রেকর্ডের জন্য সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একটি এজাহার জমা দেয়। তবে এতে বাদী হিসেবে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি৷ এজাহারে আবেদনকারী হিসেবে তারা প্রক্টরিয়াল বডির নাম উল্লেখ করেন।

থানা থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট কেউ বাদী না হলে মামলা রেকর্ড সম্ভব না৷ এ কারণে এজাহার সংশোধন করতে বলা হয়েছে। পরবর্তীতে আর এজাহার জমা দেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে সুনির্দিষ্ট কাউকে বাদী হতে। কিন্তু আর এজাহার জমা দেয়নি। এজাহার সংশোধন করে বাদী হিসেবে ব্যক্তির নাম উল্লেখ করলে মামলা রেকর্ড হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, সোমবার আমরা হাটহাজারী থানায় মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে এখানো মামলা করা হয়নি। আজকে (মঙ্গলবার) অভিযুক্তদের তথ্য প্রমাণ ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে মামলা করা হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বেলা ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

চবি মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার ডা. ফারহানা ইয়াসমিন বলেন, গত শনিবার থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ১০ জন।

তিনি বলেন, আহতদের অধিকাংশের শরীর ছিলে গেছে, কেটে গেছে এবং তাদের শরীরে গভীর ক্ষতও ছিল। স্ক্রিনের নিচে ব্লাড জমে কালো হয়ে গেছে এ ধরনের শিক্ষার্থীও ছিল। শিক্ষার্থীদের কপাল, মাথা, শরীরে ক্ষত ছিল।

জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ শিক্ষকরা দুপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

দুপক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি ও পাথর। স্থানীয়দের হাতে ছিল রামদা, রড ও পাইপ। সংঘর্ষে ২ নম্বর গেট সংলগ্ন এলাকা রণক্ষেত্র হয়ে পড়ে।

একপর্যায়ে সংঘর্ষ গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী অলিগলিতে আটকে গেলে তাদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় একের পর এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে। একপর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থী বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় চবির পার্শ্ববর্তী গ্রামে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে এলাকাবাসী। রোববার বিকেলে জোবরা গ্রামে একাধিক বাড়িঘর, দোকানপাট ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এছাড়া কোথাও কোথাও অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে।

আমার বার্তা/জেএইচ

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়েরে

ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নামে খোলা একটি

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিজয়নগরে সফলতা অর্জন করলেন কৃষক আব্দুল জলিল

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রফিকুল গ্রেপ্তার

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধার অর্ঘ্য

ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

চাঁদপুরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ চাচি আটক

কসবায় একটি অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে

হাতকড়া-শেকল পরিয়ে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল এক্সোসরিজ জব্দ

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি