ই-পেপার বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বৃষ্টির কারণে জাকসু নির্বাচন ব্যাহত, চার্জার লাইটে ভোট গ্রহণ

আমার বার্তা অনলাইন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে। তবে বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় কোনো কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ, আবার কোনোটিতে চার্জার লাইটের মাধ্যমে ভোট নেয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোট গ্রহণ শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা পর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে অনেক আবাসিক হলে বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে কেনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য বাঁধাগ্রস্ত হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

শহীদ রফিক-জব্বার হল কেন্দ্রের প্রধান ও হল প্রভোস্ট আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, ‘বিদ্যুৎ চলে যাওয়ায় বুথগুলো অন্ধকার হয়ে পড়ে। যার ফলে প্রায় ১০ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। তবে বিদ্যুৎ আসায় আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।’

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ১০ নম্বর ছাত্র হলে চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।

ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন (টিক চিহ্ন দিবেন)। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

জাকসুর মোট প্রার্থীর ২৫ শতাংশ ছাত্রী, বাকি ৭৫ শতাংশই ছাত্র। ভিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মেয়ে দুইজন। আর চারটি পদে কোনো মেয়ে প্রার্থীই নেই। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী। আর মেয়েদের হলগুলোর পাঁচটিতে ১৫ পদে প্রার্থীই নেই।

নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশ নেবে। ছাত্রদল থেকে ভিপি ও জিএস পদে লড়ছেন যথাক্রমে শেখ সাদী হাসান ও তানজিলা হোসেন বৈশাখী। বাগাছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ লড়বে আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে আব্দুর রশিদ জিতু ভিপি এবং মো. শাকিল আলীর জিএস পদে নেতৃত্ব দিচ্ছেন। ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে লড়বে। তাদের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব ও জিএস মাজহারুল ইসলাম।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে জিএস পদে শরণ এহসান, এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি লড়বেন। এ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছেন আদালত।

ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্যদে’ জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন, এজিএস-নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস লড়াই করছেন।

আমার বার্তা/এল/এমই

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সমুদ্রগামী জাহাজের ন্যূনতম ধারণক্ষমতা পাঁচ হাজার বিডব্লিউটি,

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাচ্ছি: সম্প্রীতির ঐক্য প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়েছে ছাত্র ইউনিয়ন

ছাত্রদলের ভোট বর্জনের পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের

রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবে: প্রেস সচিব

প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে: ফয়জুল করিম

ছাত্রশিবিরের নবীনবরণে ছাত্রদলের হামলার অভিযোগ

চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নতুন কর্মসূচি

নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ফুটবলাররা

নতুন ডিজিটাল আইনে মেটা ও টিকটকের বড় জয়

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে শিক্ষকরা

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে: সিইসি

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাচ্ছি: সম্প্রীতির ঐক্য প্যানেল

রাজধানীর কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছাত্রদলের ভোট বর্জনের পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

জ্বরের দ্বিতীয় দিন ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

ভোটারের চেয়ে ১০ শতাংশ বেশি ব্যালট ছাপানোর অভিযোগ

ভোট বানচালের ক্ষমতা কারও নেই: শফিকুল আলম

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে রওনা হয়েছে জাতীয় ফুটবল দল