রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গলায় ফাঁস দিয়ে এক তরুণের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত ওই তরুণের নাম হৃদয় (১৯)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের হারিকেন ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আরবুনিয়া এলাকার স্বপনের সন্তান। বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর থানার হারিকেন ফ্যাক্টরি গলিতে জামালের বাড়ির ২য় তলার ভাড়া থাকতেন।
মৃতের চাচাতো ভাই জাহিদ বলেন, বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে হৃদয় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন। কিছুক্ষণ পর স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, বিষয়টি জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এল/এমই