ই-পেপার বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ভারত বসে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

আমার বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ নানা অনিয়মের মাধ্যমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন। আওয়মী লীগ সরকারের আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেন শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বাস্তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। সেসময় ক্ষমতার দাপটে স্ত্রী ফৌজিয়া আলমের নামে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছিলেন হানিফ। ট্রাস্টি বোর্ডে হানিফ নিজেও সদস্য ছিলেন। বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’।

২২টি শর্তে সেসময় বিশ্ববিদ্যালয়টি খোলার অনুমোদন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। যার অধিকাংশ শর্ত না মেনেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছিলেন আলোচিত-সমালোচিত নেতা হানিফ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কুষ্টিয়া জেলা পরিষদের বাণিজ্যিক ভবনের দুইটি ফ্লোরে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়েছিল হানিফের বিশ্ববিদ্যালয়টি। ওই দিন নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছিল ছাত্র-জনতা। বিশ্ববিদ্যালয়ে কাজ চলমান অবস্থায় রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দেশের আলোচিত নেতা হানিফ পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে হানিফ কলকাতায় একটি ভাড়া ফ্লাটে রয়েছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে হনিফ ভারতে পালিয়ে গেলেও দেশে তার সাম্রাজ্য একবারে ভেঙে পড়েনি। ভারত বসেই নানা অনিয়মের মধ্যে দিয়ে অনুমোদন নেওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করেছেন হানিফ। সেখানে বসেই মঞ্জুরি কমিশন থেকে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড।

চলতি বছর থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন নিয়েছেন। ধুমধাম করে শুরুও করেছেন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ৫ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে এখন আর ছাত্র-জনতার হামলার কোনো ক্ষতচিহ্ন নেই। আধুনিকতা ছোয়ায় সাজানো হয়েছে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’। তবে আশ্চর্যের ব্যাপার গণঅভ্যুত্থানের মাত্র এক বছরের মধ্যে এসব কিছু করেছেন পলাতক নেতা হানিফ।

কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, গোপনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পরিবর্তন করা হয়েছে। হানিফ তার স্ত্রীকে বাদ দিয়ে যাকে চেয়ারম্যান করেছেন তিনিও তার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। শুধু নামেমাত্র স্ত্রীকে বাদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরো নিয়ন্ত্রণ হাতে রেখেছেন তিনি। শুধু লালন বিশ্ববিদ্যালয় নয়, আওয়ামী লীগের দোসরদের সব প্রতিষ্ঠানই কারো না কারো শেল্টারে চলছে। এটা অত্যন্ত দুঃখজনক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাসে মঞ্জুরি কমিশন ট্রাস্টি বোর্ড পরিবর্তন করা হয়। নভেম্বর মাসে শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। নিয়োগ দেওয়া হয়েছে ২৪ জন শিক্ষক ও ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। মোট ৫ বিভাগের ভর্তি কার্যক্রম চালু হয়েছে। প্রতি বিভাগে ৪০ জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৫ বিভাগে মোট ১০১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিএসই বিভাগে ভর্তি হয়েছেন ৩৫ জন, ইইই বিভাগে ২৫ জন, ইংরেজি বিভাগে ২৫ জন, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগে ৬ জন এবং ব্যাংকিং ফাইনান্স বিভাগে ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। মোট ৬টি বিভাগ খোলার অনুমোদন রয়েছে। তবে জানুয়ারি মাস থেকে ৫টি বিভাগের কার্যক্রম চালু হয়েছে।

আরও জানা জানা যায়, ২০২১ কুষ্টিয়ায় বিশ^বিদ্যালয় স্থাপনের আবেদন জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মাহবুবউল আলম হানিফের স্ত্রী ফৌজিয়া আলম। ২০২৩ সালের ১৪ জুন ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’কে অনুমোদন দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২২টি শর্তে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেন শিক্ষা মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে রয়েছে, সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর এবং প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, মিলনায়তন, সেমিনার কক্ষ, অফিস কক্ষ, শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম এবং প্রয়োজনীয় অন্যান্য কক্ষের জন্য পর্যাপ্ত স্থান ও অবকাঠামো থাকতে হবে। বিশ্ববিদ্যালয়টিতে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। কমপক্ষে তিনটি অনুষদ ও এসব অনুষদের অধীনে ছয়টি বিভাগ থাকতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিল হিসেবে কমপক্ষে ৩ কোটি টাকা তফসিলে ব্যাংকে জমা থাকতে হবে এবং সরকারির অনুমোদন ছাড়া এই অর্থ ও লভ্যাংশ তোলা যাবে না।

জানা গেছে, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় অনুমোদনের সময় ট্রাস্টি বোর্ডের চেযারম্যান ছিলেন মাহাবুব উল আলম হানিফের স্ত্রী ফৌজিয়া আলম। আর হানিফ ছিলেন ওই ট্রাস্ট্রি বোর্ডের সদস্য। ট্রাস্ট্রি বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন হানিফের আস্থাভাজন হেলথকেয়ার ফার্মার সিইও হালিমুজ্জামান। ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী অজয় কুমার সুরেকা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ সেলিম আলতাফ জর্জ, হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক ট্রেজারার সেলিম তোহা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক প্রোভিসি শাহিনুর রহমান। হানিফের ওই বিশ্ববিদ্যালয়ের পার্টনার ছিলেন হেলথকেয়ার ফার্মার সিইও হালিমুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী অজয় কুমার সুরেকাসহ আরও কয়েকজন শীর্ষ ব্যবসায়ী। হানিফের স্ত্রীর নামে লাইসেন্স হলেও বিশ্ববিদ্যালয় সাজাতে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তারা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। পট পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। তবে ভারতে বসেই বিশ্ববিদ্যালয় চালু করতে নানা কৌশল অবলস্বন করেন হানিফ। ২০২৪ সালের নভেম্বর মাসে ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নিজের স্ত্রীর বাদ দিয়ে তার অতি আস্থাভাজন আগের ট্রাস্ট্রি বোর্ডের ভাইস চেয়ারম্যান হালিমুজ্জামানকে চেয়ারম্যান করেন। আগের ট্রস্টি বোর্ডের সেক্রেটারি আর্কিটেক্ট তারিক হাসান সেক্রেটারি পদে বহাল আছেন। আগের ট্রস্টি বোর্ডের ট্রেজারার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শাহিনুর রহমানকেও স্বপদে বহাল রাখা হয়। আগের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহা ও গার্মেন্টস মালিক আব্দুল মান্নান নিজ নিজ পদে বহাল রয়েছেন। কৌশলে শুধুমাত্র পদধারী কয়েকজনকে আওয়ামীলীগ নেতাকে বাদ দিয়ে পুরো ট্রাস্ট্রি বোর্ড নিজের আয়ত্বে রাখেন হানিফ।

নতুন ট্রাস্ট্রি বোর্ডের সদস্য করা হয়েছে কটন গ্রুপের মালিক মাইশা মাহামুদ, এসপেক্টা গ্রুপের খালিদ হাসান, মঞ্জুর আহমেদ চৌধুরী, মোহম্মদ শাহজালাল, রুবাবা আইরিন, তাসনিম মাহমুদ, নাদির শাহ কোরেশী ও ড. হামিদ রাশিদ। অভিযোগ রয়েছে, গণঅভ্যুত্থানের তিনমাসের মাথায় সবাইকে ম্যানেজ করে মঞ্জুরি কমিশন থেকে পুরাতন ট্রস্টি বোর্ড পরিবর্তন করে নতুন ট্রাস্ট্রি বোর্ডের অনুমোদন নেন হানিফ।

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে নানা কৌশলে হানিফের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি টিকিয়ে রাখার চেষ্টা চলছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থেকে থেকে হানিফের স্ত্রীকে সরিয়ে দেয়ার পর এবার বিএনপিপন্থি এক শিক্ষক নেতাকে ভিসি নিয়োগের চেষ্টা করা হচ্ছে। যাতে বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের নাম ঘোচানো যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য ৩ জনের একটি প্যানেল মঞ্জুরি কমিশনে প্রেরণ করা হয়েছে। প্যানেলের প্রথমেই রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান। প্যানেলের অপর দুইজন হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম ও অধ্যাপক আখতারুজ্জামান।

২০২৩ সালে কুষ্টিয়া শহরের হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের সাবেক উপজেলা চেযারম্যান ও হানিফের ভাই আতাউর রহমান আতার নির্মাণাধীন বাড়ি ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেয়া হয়েছিল। পরবর্তীতে আতার সম্পদ নিয়ে দুদকের মামলা ও অনুসন্ধান শুরু হলে লালন বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। পরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মাণাধীন নবম তলা বিশিষ্ট ভবনের ডিজাইন পরিবর্তন করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেন হানিফ। ডিজাইনে ওই ভবনে বিশ্ববিদ্যালয় নির্মানের কোন নকশা ছিল না।

বর্তমান জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছেন, ডিজাইন না মেনে মাসিক ৩ লাখ টাকায় ভবনের সপ্তম ও অষ্টম তলা হানিফকে ভাড়া দেন তৎকালীন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম। জনবহুল শহরের মধ্যে একটি বাণিজ্যিক মার্কেটের মধ্যে ফ্লোর ভাড়া দিয়ে এতো বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। সেসময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু কেউ টু-শব্দ করার সাহস পায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুজ্জামান বলেন, ভিসি নিয়োগ প্যানেল মঞ্জুরী কমিশনে পাঠানো হয়েছে। সেখানে এক নম্বরে রয়েছে ফারুকুজ্জামান স্যারের নাম। তিনিই ভিসি হিসেবে নিয়োগ পাবেন। বর্তমানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। এখন সবকিছুর দেখভাল করেন বর্তমান চেয়ারম্যান হালিমুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান বলেন, বর্তমানে হানিফসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডে পদধারী যারা ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে রিজাইন দিয়ে চলে গেছে। পরে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান ও নতুন সদস্য অর্ন্তভুক্ত করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

যৌথ বাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা, অনিয়ম

গজারিয়ায় ফের মাথা তুলে দাঁড়াচ্ছে অবৈধ চুনা কারখানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ঢালাই ও চুনা কারখানা যেন দাপটের সঙ্গে মাথা উঁচু

কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

বান্দরবানের রুমায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রসহ

খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়

খুলনার রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ প্রতিরোধে কোস্ট গার্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে বিকেলে

যৌথ বাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

দেশের তরুণদের জন্য বিনামূল্যে এভিয়েশন প্রশিক্ষণ শুরু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

আগষ্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

ছাত্রীকে হুমকি দেওয়ায় আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

বৃহস্পতিবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি শুরু

গজারিয়ায় ফের মাথা তুলে দাঁড়াচ্ছে অবৈধ চুনা কারখানা

আজ রাজসাক্ষী মামুনকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এ দুই ট্রাফিক পুলিশকে মারধর, গ্রেপ্তার ১

কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১২৭ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন

মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ১০৫ ফিলিস্তিনি

ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দুবাইয়ে ‘বিপজ্জনক’

ভারত বসে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়