
রাজধানীর রায়ের বাজারে ছিনতাইয়ের সময় পাঁয়তারা শাহিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সাদেক খান কৃষি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। শাহিনের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। বর্তমানে তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।
মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো নাজমুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টার দিকে জানতে পারি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে। তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘পাঁয়তারা শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।’
আমার বার্তা/এল/এমই

