
টি-২০ সিরিজে খেলেছেন। ম্যাট হেনরি খেলেছেন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও। দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি, চোট পেয়ে তিনি ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন। হ্যামিল্টন থেকে আজ ক্রাইস্টচার্চে বাড়িতে ফেরার কথা তার। হেনরির বদলি নিয়েছে নিউজিল্যান্ড।
ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের আর একটি ম্যাচই বাকি। কিউইরা প্রথম ২ ম্যাচে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায়। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। এই এক ম্যাচের জন্য পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে দলে অন্তর্ভুক্ত করেছে স্বাগতিক দল। জাতীয় দলে ক্লার্কের এটা প্রথমবারের মতো ডাক।
ক্লার্ক ঘরোয়া ক্রিকেটে খেলেন নর্দান ডিস্ট্রিক্টের হয়ে। সম্প্রতি ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটের অভিষেক সেঞ্চুরি করেছেন তিনি। বল হাতে ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটের ৩১ ম্যাচে ৩৩২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫২ উইকেট।
ক্লাক কর্দিন আগে বাংলাদেশ সফরে এসেছিলেন। ‘এ’ দলের ওয়ানডে সিরিজে এক ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩৬ বলে ৩৯ রান করেন তিনি। বল হাতে দুই ম্যাচে নেন ৪ উইকেট। একমাত্র আনঅফিসিয়াল টেস্টে ২৮ ও ১ রান করে বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।
টম লাথাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, জাকারি ফকস, ব্লেয়ার তিকনার, জ্যাকব ডাফি, কেন উইলিয়ামসন, ক্রিস্টিয়ান ক্লার্ক, ডেভন কনওয়ে ও মার্ক চাপম্যান।
আমার বার্তা/এল/এমই

