ই-পেপার শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৫, ১২:০২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাহরিন ইসলামকে হুমকি দেওয়ার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের উদ্দেশে প্রেরিত কয়েকটি অশোভন, আক্রমণাত্মক ও হুমকিমূলক ইমেইল সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে যেরকম আক্রমণাত্মক মন্তব্য ও অবমাননাকর বক্তব্য ব্যবহার করা হচ্ছে, তা কেবল অশালীন ও নিন্দনীয় নয় বরং শিক্ষক সমাজের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পরিপন্থি।

ইউট্যাব মনে করে, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বিভিন্ন টকশো ও গণমাধ্যমে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বর্তমান রাজনৈতিক অবস্থান ও অতীতের স্বাধীনতাবিরোধী ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেওয়ার কারণেই এই হুমকিমূলক ইমেইলগুলো পাঠানো হয়েছে।

তারা আরো বলেন, একজন শিক্ষককে হুমকি দেওয়া বা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি দেশের শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার পরিবেশের ওপর সরাসরি আঘাত। শিক্ষকরা সমাজের বিবেক এবং জ্ঞান বিতরণের অগ্রদূত; তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়।

কেননা, একটি মুক্ত গণতান্ত্রিক সমাজে যে কোনো নাগরিক তার যুক্তিনির্ভর মতামত প্রকাশ করতে পারেন। মত প্রকাশের স্বাধীনতা দমন বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তা সীমিত করার প্রচেষ্টা গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা আবারও অধ্যাপক নাহরিন ইসলামকে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এই ধরনের ঘটনা ক্যাম্পাসের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশের জন্য হুমকিস্বরূপ, যা শিক্ষকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। শিক্ষকতা পেশার মর্যাদা ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা এখনও যথেষ্ট নয়।

ইউট্যাব অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধী/অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি ইউট্যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে অধ্যাপক নাহরিন ইসলামসহ সংশ্লিষ্টদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

আমার বার্তা/এল/এমই

ক্যাম্পাসে নারী সহপাঠীদের নিরাপত্তার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

গোপনে নারী সহপাঠীদের অপ্রীতিকর ও অপ্রস্তুত ছবি তুলে সিনিয়র ভাইকে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উদ্‌যাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতার ওপর এক

জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে সেলফি পরিবহনের বাসের হেলপার মারধর করার ঘটনায় ৭টি বাস আটকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-কমার্স প্রতারণায় মালয়েশিয়ায় বাংলাদেশি-ইন্দোনেশিয়ানসহ গ্রেপ্তার ৭৯০

নিউইয়র্কে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা, দুজনের মৃত্যু

পাহাড় কাটায় বান্দরবানে ছয় রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা

ইতালিতে জাঁকজমকভাবে ম্যারাডোনার জন্মদিন উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

এপেক সম্মেলনে ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট জিনপিং

কুষ্টিয়ায় সিঙ্গার মোড়ে ৩ স্বর্ণের দোকানে চুরি

পানি জাহাঙ্গীরের’ বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা

প্রথমবার নিউজিল্যান্ড দলে ডাক পেলেন ক্লার্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

সেন্টমার্টিন খুলছে শনিবার, ট্রাভেল পাস মিলবে যেভাবে

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার তালহা

শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

ফিফার নিষেধাজ্ঞায় এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব

সংস্কার প্রস্তাব মানতে না চাওয়া রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: তাহের

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভ

আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত

আজ বিশ্ব মিতব্যয়িতা দিবস