ই-পেপার বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

৬ষ্ঠ ‘এম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫’ -এর জার্সি, ট্রফি ও সময়সূচি উন্মোচন

আমার বার্তা অনলাইন
০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

গেমপ্লে লিমিটেড (০৩ ডিসেম্বর, ২০২৫) দ্য ওয়েস্টিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে ৬ষ্ঠ ‘এম্বাসি ফুটবল ফেস্ট – ২০২৫’ এর দলীয় জার্সি, চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে। বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সম্মানিত অতিথিদের উপস্থিতিতে এ বছরের বহুল প্রত্যাশিত কূটনৈতিক ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন গেমপ্লে’র চেয়ারম্যান ফয়সাল তিতুমীর এবং প্রধান নির্বাহি কর্মকর্তা মাকসুম-উল-হোসেন টুর্নামেন্টের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এসময় তাঁরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে একটি দুর্দান্ত উৎসবের প্রত্যাশা ব্যক্ত করেন।

নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্ডসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সব দলকে শুভকামনা জানান। এই রাষ্ট্রদূত নর্ডিক দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

ফিফা বিশ্বকাপের আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে কানাডার হাইকমিশনার অজিত সিং সুন্দর একটি টুর্নামেন্টের আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের ফুটবল এখন ভালো অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি কানাডা দলের অধিনায়ক হিসেবে খেলছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল সব দলকে শুভেচ্ছা জানান। তিনি প্রত্যাশা রাখেন যে, এ ধরনের টুর্নামেন্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শনিবারে অনুষ্ঠাতাব্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহাসচিব ইমরান হোসেন তুষার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোম্যাটিক কর্পস ইউসুফ এস.ওয়াই. রামাদান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, কানাডার হাইকমিশনার অজিত সিং, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স শোয়াইব আজ জাহরী, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হয়দার, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম।

২০১৮ সাল থেকে গেমপ্লে লিমিটেড বাংলাদেশে স্পোর্টস ডিপ্লোমেসিতে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা এ পর্যন্ত সফলভাবে পাঁচটি এম্বাসি ফুটবল ফেস্ট, দু’টি এম্বাসি ক্রিকেট কার্নিভাল, একটি ডিপ্লোম্যাটিক গলফ টুর্নামেন্ট এবং একটি ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। এই আয়োজন এখন ঢাকাস্থ কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সহযোগিতা ও সৌহার্দ্যের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আসরে ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে সৌদি আরব দূতাবাস।

এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে গেমপ্লে লিমিটেড ৫ ও ৬ ডিসেম্বর (শুক্র ও শনিবার) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট আয়োজন করছে।

এই ফেস্টে মোট ৩০টি দূতাবাস, হাইকমিশন এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। যার মধ্যে ২৪টি দল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং লজিস্টিক সহায়তা দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা উৎসবের বৃহত্তর উদ্দেশ্য তুলে ধরেন। তাদের মতে, এই ফেস্ট শান্তি ও সন্ত্রাসবিরোধী বার্তা প্রচার করবে এবং দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে ফুটবলের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। এমন আয়োজন কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে অর্থবহ যোগাযোগের সুযোগ তৈরি করে ক্রীড়া ও পররাষ্ট্র সম্পর্কের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতেও সহায়ক হবে।

এম্বাসি ফুটবল ফেস্ট ধারাবাহিকভাবে দেখিয়ে এসেছে যে ক্রীড়া কীভাবে সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে পারস্পরিক ঐক্যকে শক্তিশালী করতে পারে। ফিফা বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে এমন আয়োজন বাংলাদেশে যেন এক ‘মিনি ওয়ার্ল্ড কাপের’ আবহ সৃষ্টি করবে। রঙ, উচ্ছ্বাস ও বৈশ্বিক সৌহার্দ্য ফুটবল মাঠে একত্রিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টায় এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে শনিবার বিকেল ৪টায়।

এই ফেস্ট নিয়ে গেমপ্লে লিমিটেড আস্থা প্রকাশ করে বলেছে, এর সফল আয়োজন আবারও বাংলাদেশের আতিথেয়তা, সংস্কৃতি ও কূটনৈতিক সহযোগিতার সুনামকে আরও দৃঢ় করবে।

আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক (টাইটেল স্পন্সর) হিসেবে ভূমিকা রেখেছে সৌদিয়া এয়ারলাইন্স, সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে (কো-স্পনসর) ব্রাদার্স ফার্নিচার ও ছুটি। আপ্যায়নের দায়িত্বে থাকছে দ্য ওয়েস্টিন ও শেরাটন। অন্যান্য অংশীদারের মধ্যে রয়েছে অ্যাস্টার ফার্মেসি (স্বাস্থ্য বিষয়ক), খেলার মাঠ দিচ্ছে (ভেন্যু পার্টনার) আইএসডি। ফেস্টে খাবার সরবরাহ করবে ইন্ডালজ, ফ্রেশ, ম্যাগি ও পোলার। এছাড়াও, প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে থাকবে ইউনিমার্ট। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে নাগরিক টিভি, ডেইলি সান, আলাপ। গ্যালারি দ্য ইলিউশনস এবং সাফারি ট্রেড ইন্টারন্যাশনালও ফেস্টের সহযোগী হিসেবে থাকবে।

ফেস্টে অংশগ্রহণকারী ২৪ টি দলের মধ্যে রয়েছে: এডিবি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ (পররাষ্ট্র মন্ত্রণালয়), কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স–জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, আইওএম, ইতালি, মরক্কো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য, জাতিসংঘ, ডব্লিউএফপি, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ডব্লিউএইচও ও বিশ্বব্যাংক।

মোট ৫২টি ম্যাচ অনুষ্ঠিত হবে; গ্রুপ স্টেজে ৩৬টি এবং ৮ রাউন্ডের ১৬ টি ম্যাচ। চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল, একটি তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বিকেল ৪টায়।

আমার বার্তা/জেএইচ

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

রাজধানীর ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

রাজধানীর ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে

রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা

ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এর ২১তম বার্ষিক সাধারণ সভা (বুধবার, ৩ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অতীতের তামাশার নির্বাচন থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

এলজিইডির উন্নয়নে বদলে যাচ্ছে ঝিনাইদহের গ্রামীণ জনপদ

৬ষ্ঠ ‘এম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫’ -এর জার্সি, ট্রফি ও সময়সূচি উন্মোচন

রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান: বস্ত্র ও পাট উপদেষ্টা

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামী ৩ মার্চ

অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের

খালেদার চিকিৎসা, এভারকেয়ারের সিসিইউতে চীনা মেডিকেল টিম

জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রদলের

নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল ইউজিসি

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চা দোকানিকে কুপিয়ে হত্যা

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঢাকার ২১৫ স্কুল-কলেজে সভাপতি নিয়োগ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ঠেকাতে বিভিন্ন মিথ্যাচার চলছে

জামায়াতসহ আট দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে আগামী সপ্তাহে