ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

পটুয়াখালীতে নিজ উপজেলায় অবরুদ্ধ নুরুল হক, উদ্ধারে সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৫, ১০:৪৭
অবরুদ্ধ নুরকে সাহায্য করতে আসে সেনাবাহিনী— ভিডিও থেকে সংগৃহীত

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পালটাপালটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা ভাঙচুর ও সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে গলাচিপা ও পটুয়াখালীতে বিএনপি-ছাত্রদল ও গণঅধিকার পরিষদ পালটাপালটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নুরকে উপজেলার বকুল বাড়িয়ায় রাত ১১টা থেকে অবরুদ্ধ করে রেখেছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত দুই দলের এই হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে। মধ্য রাতে অবরূদ্ধ ভিপি নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছান।

বিএনপির একাধিক নেতা জানান, ঈদুল আজহার পরে গলাচিপা ও দশমিনায় প্রকাশ্য সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বিষাদাগার করেন। এঘটনায় তার নিজের ইউনিয়ন গলাচিপার চর কাজলে গত বুধবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে বাঁধে বিপত্তি।

নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এসময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার রাতে এঘটনার প্রতিবাদে চর কাজলে গণঅধিকার পরিষদও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কাজল বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় উভয় দলের হামলা পালটা হামলায় দুই দলেরই প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো গলাচিপা উপজেলায় এক উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি হয়। গলাচিপা, চরকাজল পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় পালটাপালটি বিক্ষোভ সমাবেশে করে দুই দলই। মধ্যরাতে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুরকে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা।

এসময় তারা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানান গণঅধিকার পরিষদের একনেতা। পরে মধ্যরাতে সেনাবাহিনী সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগীতা না পেয়ে গলাচিপা ডাকবাংলোতে রাত্রী যাপনের উদ্দেশ্যে রওনা হন নুর।

গলাচিপা-দশমিনার বিএনপি নেতাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বকুলবাড়িয়ায় অবরুদ্ধ ভিপি নুরুল হক নুরকে উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের।

এদিকে ভিপি নুরুল হক নুর গাতাবুনিয়া এক সভায় বলেন, হাসান মামুন এর নির্দেশে তার নিজের এলাকায় হামলা শিকারের ঘটনায় তিনি লজ্জিত। বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে সহায়তায় করার জন্য চিঠি দিলেও তাদের ওপর হামলা করা হলো। যেই সাহস বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগও দেখায়নি। জুলাই বিপ্লবের উত্তাল দিনেও তার বাড়ি ঘরে আওয়ামী লীগ একটি ঢিলও ছুড়েনি। ২০২৪ এর নতুন স্বাধীনতার পর আজ এলাকায় আমাদের ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্ব লজ্জিত কিনা আমি জানি না। তবে জাতি আজ লজ্জিত হয়েছে।

অন্যদিকে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহালম জানান, ভিপি নুর ভাইয়ের নিজের ইউনিয়ন চর বিশ্বাস ও চর শিবায় গণঅধিকার পরিষদের সকল কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় তার ছোট ভাই আমিনুল ইসলাম নুরসহ গণঅধিকার পরিষদের প্রায় ২৫/৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি যুগান্তরকে জানান, পটুয়াখালী একটি শান্ত জেলা। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হানাহানি নাই। কিন্তু গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নূর গত কয়েক দিন ধরে স্থানীয় বিএনপির উত্তেজনাকর কিছু বক্তব্যের জের ও বৃহস্পতিবার রাতে গলাচিপার চর কাজলে বিএনপি অফিসে হামলা ভাঙচুর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপরও আমাদের সকল দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, বিএনপি ও গণঅধিকার পরিষদ মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আমার বার্তা/এমই

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চুরির একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারের ওপর ভয়াবহ নির্যাতনের

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও  চট্টগ্রাম-৮ আসনের

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি। বগুড়ায় ছয় বছর বয়সী এক

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৬) নামে এক যুবকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত