কুমিল্লা নগরীর ফৌজদারী মোড়ে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জোরপূর্বক দোকান দখলের চেষ্টার অভিযোগে কুসিকের সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২ জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী নাজমা আক্তার। সংবাদ সম্মেলনে নাজমা আক্তারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ, সুমাইয়া ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন,কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফৌজদারী মোড়ের ওই দোকানগুলোর জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। মাসিক ভাড়ার নামে অর্থ আদায় করা ছাড়াও ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।
নাজমা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু কিছুদিন ধরে সাবেক কাউন্সিলর বিল্লাল বিএনপির ক্ষমতার অপব্যবহার করে আমাদের হয়রানি করছেন। আমাদের দোকানের ভাড়া জোরপূর্বক নিয়ে যাচ্ছেন এবং দখলের হুমকি দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “বিল্লাল ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যবসা চালানো দুরূহ হয়ে পড়েছে। আমরা প্রধান উপদেষ্ঠা ও বিএনপির রাস্ট্রনায়ক তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা ৬আসনের সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার চাই। একই সঙ্গে সন্ত্রাসী বিল্লালসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান। পাশাপাশি, এলাকাবাসী ও অন্যান্য ব্যবসায়ীরাও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।