এসএসসিতে এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯০২ পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার পাসের হার প্রায় ১৬ শতাংশ কমেছে। জিপিএ-৫ কম পেয়েছে তিন হাজার ৯৮ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম এ ফল প্রকাশ করেছেন।
বোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। সাধারণ গণিতে পাসের হার কম হওয়ায় সামগ্রিকভাবে ফল খারাপ হয়েছে। এ বোর্ডে একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে।
গত বছর শতভাগ পাস করেছিল ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে।
আমার বার্তা/এমই