রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে এ মৃত্যর ঘটনা ঘটে।
শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ীর জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। মৃতের শ্যালক রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু করে বলেন, ‘প্রথমে অক্সিজেন দেওয়ার পর তিনি কিছুটা ভালো বোধ করছিলেন। কিন্তু হঠাৎ একজন চিকিৎসক এসে অক্সিজেন খুলে দেন। এরপরই তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।’
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোগীর মৃত্যু হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টজনিত কারণে হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’