সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক কিংবা রাজনৈতিক দলের যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।
তিনি জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। আর কেউ কোনোদিন কোনো পাথর যাতে উত্তোলন করতে না পারে সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে পাথর লুটের ঘটনা ও পরিস্থিতি পর্যবেক্ষণে সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, সিলেটের নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে ছিলেন। সাদা পাথর পরিদর্শনের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনা হচ্ছে, প্রতিস্থাপন চলছে। হয়ত আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না, তবে আগের অবস্থায় যাতে ফিরে যাওয়া যায় সে চেষ্টা চলছে।
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাদা পাথর লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ শুক্রবার সাদা পাথর পরিদর্শন করলেন।
তদন্ত কমিটির আহ্বায়ক রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। সদস্য রয়েছেন, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধিকে। তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আমার বার্তা/এমই