নওগাঁর মান্দা উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাজু মিয়া নামে এক ট্রাক চালক।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক সাজু মিয়া মারা যান।
সংঘর্ষে সাজু মিয়ার ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে দুর্ঘটনায় অপর ট্রাকটির তেমন কোনো ক্ষতি না হওয়ায় সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত চালক সাজু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা সদরে বলে জানিয়েছে পুলিশ।
আমার বার্তা/এল/এমই