কাপ্তাই হ্রদে পানি আবারো বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের সব জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তৃতীয় দফায়, ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান জানান, উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পানি আরও বাড়তে থাকলে ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। আর পানি কমে আসলে ফের বন্ধ করা হবে।
বর্তমানে হ্রদে পানির লেভেল ১০৮.৬৪ এমএসএল। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
অন্যদিকে পানিবৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়ছে জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ির বেশ কিছু এলাকা।
উল্লেখ্য, হ্রদের পানি বিপদসীমায় পৌঁছায় প্রথম দফায় গত ৪ আগস্ট মধ্যরাত থেকে টানা সাত দিন পানি ছাড়া হয়, দ্বিতীয় দফায় ২০ আগস্ট খোলা হয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। তবে ২৩ আগস্ট হ্রদের পানি কমে আসায় কাপ্তাই বাঁধের গেট খুলে দিলেও তৃতীয় দিনের মাথায় বন্ধ করে দেয়া হয়েছিল।
আমার বার্তা/এল/এমই