সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা রোকন মিয়ার ছেলে তুষার (১৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিদ্যালয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের টিন সেট ভবনের দশম শ্রেনির কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখতেপান যে আড়ের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তুষার (১৭) নামের ওই যুবকের লাশ ঝুলে আছে। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকে জানালে তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে এ লাশ উদ্ধার করেছে। ওই কক্ষের জানালা ভাঙ্গা অবস্থায় দেখে ধারণা করা হচ্ছে সে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ছিলো। পরে কোনো অভিযোগ না করে প্রশাসনের কাছ থেকে লাশ বুঝে নিয়ে নিজ বাড়িতে বিকাল সাড়ে চারটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় সুরতহাল শেষে বিকেল তিনটার দিকে মৃত ব্যক্তির লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।