
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছিনতাইয়ের ঘটনার ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের আসামী তাজিম উদ্দিন(২০) গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার (৪অক্টোবর) ভোররাতে মদিকোনা এলাকা তাকে গ্রেফতার করা হয়। (৪ অক্টোবর) রোজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
মামলার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, গত ০৩/১০/২০২৫ইং তারিখ বিকাল বেলা মামলার বাদি মায়ারুন নেছা (৬০) ও তাহার নাতি ইকবাল হোসেন (১২) সংসারের বাজার খরচ শেষে নিজবাহাদুরপুর নয়া বাজার হতে পায়ে হেটে নিজ বাড়ীতে যাওয়ার সময় সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকায় বড়লেখা থানাধীন নিজবাহাদুরপুর সাকিনস্থ জনৈক নান্টু মাষ্টারের বসত বাড়ীর পূর্ব পার্শ্বের মেইন রাস্তায় কবর স্থানের পার্শ্বে পৌঁছলে আসামী তাজিম উদ্দিন (২০) বাদীর গলায় দা ধরে বাদীকে ভয়ভীতি দেখাইয়া তাহার হাতে থাকা ০১টি SAMSUNG Galaxy M12 মডেলের মোবাইল ফোন যাহার IMEI- 358451326677245, মূল্য অনুমান ২০,০০০/-টাকা জোর পূর্বক ছিনাইয়া নিয়া যায়। উক্ত ঘটনায় বড়লেখা থানার মামলা নং-০৫, তারিখ-০৪/১০/২০২৫ইং, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়। অফিসার ইনচার্জের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোররাতে তাজিমকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বড়লেখা থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও আসামীকে গ্রেফতার করা হয়েছে।আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। বড়লেখা উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বড়লেখা থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।

