দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকালে ধর্মপাশ উপজেলার সরিষাকান্দা ইডলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ কর্মসূচির উদ্বোধন করেন মনোয়ারা আক্তার। এসময় সহকারী স্বাস্থ্য পরিদর্শক টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ সাইদুর রহমান এবং টিকা দান প্রদান করেন পরিবার কল্যাণ সহকারী রেজিয়া সুলতানা আখি ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, সরিষার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন,সহকারী শিক্ষক মোহাম্মদ নিক্সন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমার বার্তা/জেএইচ