
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উদ্যােগে শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মাওলানা মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান।
অরুয়াইল ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, নুরুজ্জামান জাবেদের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ এনাম খান, আমীর, সরাইল উপজেলা জামায়াতে ইসলামী, মোঃ শাহজাহান ভুইয়া, আমীর আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ইসমাইল হোসেন, সভাপতি অরুয়াইল ইউনিয়ন জামায়াত ইসলামি, আতা উল্লাহ বুখারী, সভাপতি পাকশিমুল ইউনিয়ন জামায়াতে ইসলামী প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। তাঁদের মধ্যে ছিলেন—ডা: সানাউল্লাহ, মাও. মোহাম্মদ আলী, মাও.নুরুল আমীন, মাও. ফজলুর রহমান, মাও.খলিলুর রহমান, দিনব্যাপী শিশু, সার্জারী, অর্থপেডিক্স ,চর্ম ও যৌন, গাইনি, মেডিসিন, ডেন্টাল, ব্লাড গ্রোপিং, ডায়োবেটিক্স ইত্যাদি।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

