
ডিমলায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ ভাই- বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫ জন।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের রংপুর-ডালিয়া সড়কের তালতলা নামক স্থানে ট্রাক ও যাত্রীবাহী অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়।
ডালিয়া থেকে একটি পাথর বোঝাই ট্রাক নং- ঢাকা মেট্রো- ট-২৪-৫৫৮৩ রংপুর অভিমুখে যাওয়ার সময় খালিশা চাপানীর তালতলা নামক স্থানে বিপরীত মুখী ডালিয়া যাওয়ার পথে যাত্রীবাহী একটি অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো বাইকটি দুমড়ে মুছড়ে উল্টে যায়। এ ঘটনায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে।
দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন- ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনাউল্লা মিয়ার ছেলে, মো. আশরাফ আলী ( ৪০) তার বোন রুপিয়া বেগম (২৪)।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তার শিশু পুত্র লেমন ইসলাম (৫), স্ত্রী জামফুল বেগম (৩৫) ও তার বোন রুপিয়ে বেগমের কন্যা আখি মনি (১২) এবং একই গ্রামের আমিনুর রহমানের ছেলে অটো চালক মোঃ ময়নুল ইসলাম। এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর জন্য ভর্তি করেন ।
ঘটনাস্থলে আশরাফ আলীর মৃত্যু হয় এবং তার বোন রুপিয়া বেগমকে মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে বড় খাতা হাইওয়ে পুলিশ আটক করেছে। ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে যায়। বড়খাতা হাইওয়ে পুলিশের এস,আই মশিউর রহমান ঘটনার ঘাতক ট্রাক ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন । আশরাফ আলী অটো বাইক যোগে ডালিয়ায় শশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী জানান, এ বিষয়ে সড়ক আইনে ডিমলা থানায় একটি মামলা হয়েছে।
আমার বার্তা/এল/এমই

