ই-পেপার রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৮০ লাখ ঘনফুট গ্যাস

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

১০ বছরের রিজার্ভ হাতে নিয়ে একের পর এক কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সবশেষ রশিদপুর-৩ নম্বর কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের প্রস্তুতি চলছে।

কোম্পানি আশা করছে, ২০২৫ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা দৈনিক ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটের চেয়ে আরও সাড়ে ৮ কোটি ঘনফুট বেশি গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিদ্যমান মজুত শেষ হয়ে যাওয়ার আগেই নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মনোযোগী হতে হবে।

প্রায় বন্ধ হয়ে যাওয়া রশিদপুর-৩ নম্বর কূপ পুনঃখননের মাধ্যমে ৫ সেপ্টেম্বর নতুনভাবে গ্যাসের সন্ধান মিলেছে। গ্যাস প্রাপ্তির সুসংবাদ এনে দিয়েছে পরীক্ষামূলক প্রজ্বলন। এই কূপ থেকে শিগগিরই জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যোগ হবে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামানিক বলেন, ‘পরীক্ষায় গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। কিছু কার্যক্রম এখনও বাকি, যা এখন সম্পন্ন করা হচ্ছে।’

সরকার ২০২৫ সালের মধ্যে তিনটি কোম্পানিকে ৫০টি কূপ খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা দিয়েছে। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির দায়িত্বে রয়েছে ৮টি নতুন কূপ খনন ও ৮টি কূপ পুনঃখনন। এরই মধ্যে অধিকাংশ কাজ শেষ পর্যায়ে।

হরিপুর গ্যাসক্ষেত্রের সিলেট-১০ নম্বর কূপ থেকে এরমধ্যেই জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর পাশের আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ। একের পর এক কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস যোগ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি।

বর্তমানে কোম্পানিটি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। ব্যবস্থাপনা পরিচালক আশাবাদী, ২০২৬ সালের মধ্যে আরও গ্যাস যোগ করা সম্ভব হবে। মো. আব্দুল জলিল প্রামানিক আরও জানান, ‘২০২৬ সালের মধ্যে ছয়টি কূপ থেকে অন্তত ৬০ মিলিয়ন ঘনফুট এবং আরও দুটি কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সব মিলিয়ে সিলেট বিভাগের হরিপুর, রশিদপুর, কৈলাশটিলা ও বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। এসব গ্যাস ফিল্ডে প্রায় ৪ টিসিএফ বা চার লাখ কোটি ঘনফুট গ্যাস মজুত রয়েছে, যা আগামী ৯-১০ বছরের রিজার্ভ হিসেবে ধরা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যশোর অঞ্চলের ‘হিং জোনে’ এখনও অনুসন্ধান শুরু হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার বলেন, এই জোনে সার্ভে করা জরুরি, কারণ গ্যাস পাওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি।

২০২৮ সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

আমার বার্তা/এল/এমই

ফেব্রুয়ারির পর বিদায়, মানুষের জন্য কিছু করে যেতে চাই: অর্থ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে, এর আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে

কাঁচাপাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া কাঁচাপাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করায়

আগামী বছর থেকে অনলাইনেই দাখিল করা যাবে করপোরেট ট্যাক্স

আগামী বছর থেকে অনলাইনেই করপোরেট ট্যাক্স দাখিল করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)

দেশে আজকের স্বর্ণ ও রুপার দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৪ সেপ্টেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির পর বিদায়, মানুষের জন্য কিছু করে যেতে চাই: অর্থ উপদেষ্টা

তিস্তা, ধরলা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে

কাঁচাপাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত

পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার আহ্বান

পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার: অ্যাটর্নি জেনারেল

বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশিলা কার্কি, তদন্তের ঘোষণা

আগামী বছর থেকে অনলাইনেই দাখিল করা যাবে করপোরেট ট্যাক্স

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানী, হাসপাতালে ভর্তি ৫৮৬

বরিশালে তথ্য গোপন করে টিসিবি ডিলারশিপ পেতে আবেদন

মিয়ানমারে রাশিয়া এবং আমেরিকার আগ্রহ ও প্রভাব

পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

টানা ১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

দেশে আজকের স্বর্ণ ও রুপার দাম

সার আমদানিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

জাতীয় প্রেস ক্লাব সদস্য ও পরিবারদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

গ্লোব বায়োটেকের করোনার টিকা বঙ্গভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জন

করদাতাদের হয়রানি না করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি অনুরোধ

রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো