
টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি চারটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়।
সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মো. মিজানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মো. ওবায়দুর রহমান মণ্ডল এবং মো. জসিম ব্যক্তিগত উদ্যোগে অবকাশ যাপনের উদ্দেশ্যে শ্রীলঙ্কা অবস্থানকালীন সোনালী লাইফের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
এ বছর সোনালী লাইফ চারটি পৃথক বিভাগে পুরস্কৃত হয়— বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাবলিক সেক্টর, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর, সাস্টেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার ও বেস্ট ক্লেইম ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার।
এর আগে ২০২১ সালে ২টি, ২০২২ সালে ৪টি, ২০২৩ সালে ৫টি এবং ২০২৪ সালে ৪টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ।
এছাড়া ২০২২ সালে প্রতিষ্ঠানটি সামিট এক্সপো অ্যান্ড সিওআইই অ্যাওয়ার্ড, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড এবং আরটিভি বীমা অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করে।
কোম্পানি সংশ্লিষ্টরা জানান, সোনালী লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে সোনালী লাইফের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
আমার বার্তা/এল/এমই

