ই-পেপার শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

এসএমই খাতে কমছে ঋণ, সর্বোচ্চ সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতেও। গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর বড় ব্যবসার পাশাপাশি কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ব্যবসা কার্যক্রমও সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে ব্যাংক খাতে এসএমই ঋণ বিতরণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সিএমএসএমই খাতের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণের মাত্র ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ ছিল সিএমএসএমই খাতে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের শেষে এ হার ছিল ১৮ দশমিক ৪০ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ১৯ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ, ধারাবাহিকভাবে এ খাতে ঋণের অংশ কমছে।

এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণে উৎসাহ দিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন কিছু ছাড়ও দিয়েছে।

প্রভিশনিংয়ে ছাড়, ঋণে উৎসাহ

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সিএমএসএমই ঋণের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) সংরক্ষণের হার কমানো হয়েছে। সাধারণত স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ প্রভিশন রাখতে হয়।

তবে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় থাকা সব অশ্রেণিকৃত স্বল্পমেয়াদি কৃষিঋণ ও শিল্প উদ্যোগের ঋণের ক্ষেত্রে ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা যাবে। এতে ব্যাংকগুলো এ খাতে ঋণ দিতে আগ্রহী হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ

চলতি বছরের মধ্যে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ২০২৯ সালের মধ্যে এ হার বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

গত জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে সিএমএসএমই খাতে ঋণ ছিল ৩ লাখ ১১ হাজার কোটি টাকা।

উপখাতভিত্তিক চিত্র

নীতিমালা অনুযায়ী, মোট সিএমএসএমই ঋণের অন্তত ৪০ শতাংশ উৎপাদন উপখাতে বিতরণের লক্ষ্য থাকলেও জুন শেষে বিতরণ হয়েছে মাত্র ৩৬ শতাংশ। সেবা উপখাতে ২০ শতাংশ লক্ষ্যের বিপরীতে বিতরণ হয়েছে ১৯ শতাংশ। অন্যদিকে, ট্রেড বা ব্যবসা উপখাতে ৪০ শতাংশ লক্ষ্যের বিপরীতে বিতরণ হয়েছে ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সিএমএসএমই খাতের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে কুটির উদ্যোগে সর্বোচ্চ ২০ লাখ টাকা, মাইক্রো উদ্যোগে ২ কোটি টাকা, ক্ষুদ্র উদ্যোগে ২৫ কোটি টাকা, মাঝারি উদ্যোগে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া, বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা এবং অন্যান্য উদ্যোক্তাদের ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এমনকি টিআইএন না থাকলেও বিকল্প ব্যবসায়িক সনদের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত এসএমই ঋণ নেওয়া যাবে।

কেন আগ্রহ কম ব্যাংকগুলোর

খাত সংশ্লিষ্টদের মতে, এসএমই ঋণের তুলনায় করপোরেট ঋণ ব্যাংকগুলোর জন্য বেশি লাভজনক হওয়ায় তারা বড় ঋণে বেশি আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের পর ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বদল, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া এবং আমানত সংকটের কারণে সামগ্রিক ঋণ কার্যক্রম ধীর হয়ে পড়েছে। এছাড়া, রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দেওয়ায় ঋণের চাহিদাও কমেছে।

ব্যাংকভিত্তিক চিত্র

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিএমএসএমই ঋণ নেমে এসেছে ১৭ দশমিক ৪৭ শতাংশে। বিদেশি ব্যাংকে কমে ৬ দশমিক ২৮ শতাংশে, বেসরকারি ব্যাংকে কমে ১৭ দশমিক ৬৮ শতাংশে, ইসলামী ব্যাংকে কমে ১৬ দশমিক ১১ শতাংশে। তবে ব্যতিক্রম হিসেবে বিশেষায়িত ব্যাংকগুলোর সিএমএসএমই ঋণ বেড়ে ২১ দশমিক ৫৪ শতাংশে উন্নীত হয়েছে।

আমার বার্তা/এল/এমই

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

  বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স অনুযায়ী আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার

আজ খোলা রয়েছে সব ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশের সব

সূচকের উত্থানের মধ্য দিয়ে ডিএসইর বাজার মূলধন বাড়ল ১০০৭ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান

খুলনা নদীবন্দরে অর্ধেকে নেমেছে পণ্য খালাস

ভেঙে যাওয়া ঘাট, অবকাঠামোর ঘাটতি, পর্যাপ্ত জেটি না থাকা এবং নদীতে নাব্য সংকটে জর্জরিত হয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

পাগলা মসজিদে ৪ ঘণ্টায় গণনা হলো ৮ কোটি ২৩ লাখ টাকা

ভোটার তালিকায় নাম উঠল জোবায়দা রহমান ও জাইমা রহমানের

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে দাম বাড়তে পারে স্মার্টফোনের

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

বাড্ডায় ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

পাঁচটি দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন শেকৃবির ৪৯ শিক্ষার্থী

ইসিতে যাচ্ছেন তারেক রহমান, আগারগাঁওয়ে বাড়তি নিরাপত্তা

৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ায় ‘জয়ের’ স্বাদ পেল ইংল্যান্ড

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই পাবেন এনআইডি

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

সমুদ্রে মিসাইল ফায়ারিং মহড়া: কক্সবাজার–হাতিয়া রুটে নৌযান চলাচলে সতর্কতা