
বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা এদেশের বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ এম এ সামাদের ১০৩তম জন্মদিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন করেছে বিজিআইসি পরিবার।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) কোম্পানীর প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে এম এ সামাদের আদর্শ ও বীমা শিল্পে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। চেয়ারম্যান মহোদয় বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য সকলকে আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

