ই-পেপার বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

শতভাগ দাবি মানার পরও অবরুদ্ধ বাকৃবি শিক্ষকেরা

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় ক্ষমা চাওয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘‌কেন ক্ষমা চাইব? আমি তো কোনো অন্যায় করিনি।’

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চলমান ইস্যু ও আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়ে মোবাইল ফোনে প্রশ্ন করা হলে তিনি সময় সংবাদকে এ কথা জানান।

এ সময় শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা আড়াই শতাধিক শিক্ষক আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি। শতভাগ দাবি মেনে নেয়ার পরও কেন তারা শিক্ষকদের অবরুদ্ধ করলো, সেটি আমার প্রশ্ন। ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষকেরা প্যানিকড ও ট্রমায় পড়ে যান। পরে কিছু শিক্ষক, কর্মকর্তা, নিরাপত্তারক্ষীরা তালা ভেঙে বের হতে বাধ্য হন।’

বহিরাগতদের হামলার বিষয়ে তিনি মোবাইল ফোনে আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি করছেন শিক্ষকরা বহিরাগতদের দিয়ে তাদের ওপর হামলা করেছেন, এটি সম্পূর্ণ ভুল কথা। আমরা বাইরের কাউকে বলিনি ক্যাম্পাসে আসতে, আমরা কেন বলবো? ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলে মেয়ের মতো।’

ক্যাম্পাস ও হল বন্ধের বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে স্থানীয় প্রশাসনের কাছে আইনশৃঙ্খলার দায়িত্ব তুলে দেয়া হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাঙচুরের বিষয়ে আমি অবশ্যই কমিটি করবো।’

এ দিকে আজ বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ছয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো- অবৈধভাবে হল ভেকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা (পানি, বিদ্যুৎ ও গ্যাস) নিরবিচ্ছিন্ন রাখতে হবে, এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সঙ্গে জড়িত শিক্ষক এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত ১ মাস ধরে চলমান যে আন্দোলনের প্রেক্ষিতে একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল বলেন, দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন ও ব্ল্যাকআউট করে দেয়া হবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

এর আগে রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

তবে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ সকালেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে কামাল রঞ্জিত মার্কেটে সমবেত হন এবং প্রক্টরিয়াল বডির জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এরপর সকাল ৯টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ছাত্রীহলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় তারা নারী শিক্ষার্থীদের হল থেকে না বের হওয়ার জন্য আহ্বান জানান। এরপর তারা কে আর মার্কেট সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘কথায় কথায় হল ছাড়, হল কি তোর বাপ দাদার’ ; ‘প্রশাসনের চামড়া, তুলে নেব আমরা’ ; ‘ক্যাম্পাসে হামলা কেন, জবাব চাই জবাব চাই’ ; ‘আমার ভাইকে মারল কেন, বিচার চাই বিচার চাই’ এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

আমার বার্তা/এল/এমই

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা

ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ

পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১২৭ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ি স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২ কোটি ৯৪

শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

লটারির মাধ্যমে ডিসি নিয়োগ নাকচ করলেন জনপ্রশাসন সচিব

আরপিও-তে অনলাইন মনোনয়ন বাতিল হচ্ছে: ইসি সানাউল্লাহ

অ্যাপলের সঙ্গে করা চুক্তি বজায় রাখতে পারবে গুগল ক্রোম

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না: শিক্ষা উপদেষ্টা

তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

যেসব দেশ থেকে আগস্টে সর্বাধিক রেমিট্যান্স এলো

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

ভুয়া ভোটারের তথ্যপ্রমাণ হাজির করল কংগ্রেস

প্রতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের মতবিনিময় করার সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে

ফ্লোরিডায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে

চবি শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

রাকসুর মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে বিকেলে

যৌথ বাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ও ক্লিনিক সিলগালা