রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের দিন আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। এদিন প্রার্থীদের নামের বানানের মত ছোটখাটো ত্রুটি সংশোধনেরও আবেদন করছেন প্রার্থীরা।
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র ও দুজন প্রার্থী নাম সংশোধনের আবেদন করেছেন। দুপুর ২টার দিকে সব আবেদনপত্র নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আপিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ও ত্রুটি সংশোধন করা হবে।
এর আগে গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন ও হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন ৯২৫ প্রার্থী। রাকসুতে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর ১৪ সেপ্টেম্বর রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওইদিন থেকে শুরু হবে প্রচারণা।
আমার বার্তা/এল/এমই