অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। সম্প্রতি এমন এক স্বীকারোক্তি দিয়েছেন যা তার ভক্তদের চমকে দিয়েছে। তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন!
ব্লানচেট বলেন, ‘আমার পরিবার আমার কথায় হতাশা প্রকাশ করছে। জানি অনেকে অবাক হবে। কিন্তু আমি সত্যিই বলছি- আমি অভিনয় ছেড়ে দিতে চাই। আমার মনে হয়, অভিনয় ছাড়াও জীবনে আরও অনেক কিছু করার আছে।’
৩৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দুটি অস্কার এবং চারটি বাফটা জয় করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, খ্যাতির সাথে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেননি তিনি। সবসময় অভিনয়টাকে পেশা হিসেবে দেখেছেন। এই পরিচয় থেকে বাড়তি কোনো সুযোগ সুবিধাও আশা করেন না তিনি।
‘আমি সবসময় নিজেকে প্রান্তিক মনে করেছি। কোথাও অস্বাভাবিক কোনো বিশাল অবস্থান আছে বলে মনে হয়নি’- যোগ করেন ব্লানচেট।
তিনি আরও বলেন, ‘টক শো বা সাক্ষাৎকারে যা বলি সেগুলোর ছোট ছোট অংশ নিয়ে যখন শিরোনাম বানানো হয় তখন নিজেকে অনেক অন্যরকম লাগে। আমি সেই ব্যক্তি না। আমি অতিরিক্ত প্রচার চাই না। অতি রঞ্জিত প্রশংসাও না।’
তবে অভিনয় ছাড়ার চিন্তা থাকলেও ২০২৫ সালে ব্লানচেট দারুণ সফলতা পেতে যাচ্ছেন। স্টিভেন সোডারবার্গ পরিচালিত তার নতুন সিনেমা ‘ব্ল্যাক ব্যাগ’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই থ্রিলার সিনেমায় ব্লানচেটের বিপরীতে অভিনয় করেছেন মাইকেল ফাসবেন্ডার। ছবিটিতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন ব্লানচেট। তার রহস্যময় উপস্থিতি সিনেমাটিকে করেছে উত্তেজনাপূর্ণ।
আমার বার্তা/এল/এমই