
দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘বন জোভি’। প্রায় চার বছরের বিরতি ভেঙে ইউরোপ ট্যুরের মাধ্যমে কামব্যাক করবে ব্যান্ড দলটি; এতে মেতে উঠবে বেশ কয়েকটি শহর। সম্প্রতি স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছেন দলটির লিড সিংগার জন বন জোভি।
মঞ্চে ফিরবেন বলে বেশ উচ্ছ্বাস ও আনন্দে ভাসছেন এই শিল্পী। সঙ্গে দেন একটি সুখবরও; আগামীতে তাকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে একটি বায়োপিকও।
খোলামেলা আলোচনায় নিজের অসুস্থতা ও সংগ্রামের কথাও জানান বন জোভি। বলে রাখা ভালো, চার বছর আগে তার কণ্ঠযন্ত্রের সার্জারির কারণে ব্যান্ডের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। তাই নিজেকে সুস্থ করার তাগিদে সময় নেন তিন বছর। কিন্তু সেই সময়টি বেশ সংকটেই কেটেছে বিশ্বের নামী এই শিল্পীর।
জন বন জোভি তার ব্যান্ড সদস্য ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানালেন, সে সময় ব্যান্ড থেকে আয় বন্ধ হয়ে যায়। এমন অবস্থাতেও তার ব্যান্ড মেম্বাররা তাকে ছেড়ে যাননি, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দিয়েছে। আর তাতেই মনোবল ঠিক রেখে নিজের লড়াই চালিয়ে গেছেন শিল্পী। বন জোভির কথায়, “তারা আমার বিশ্বাস হারাননি, যা আমাকে লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছে।”
এদিকে ব্যান্ডের ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের প্রিয় শিল্পীকে মঞ্চে দেখার জন্য। ফরএভার টুর-এর ইউরোপ পর্বের সময়সূচিও চূড়ান্ত হয়েছে। সফর শুরু হবে আগামী বছর- এডিনবরাতে, যেখানে তারা ২৮ আগস্ট মারিফিল্ড স্টেডিয়ামে পারফর্ম করবেন। এরপর ৩০ আগস্ট ডাবলিনের ক্রোক পার্কে কনসার্ট হবে। ব্যান্ডদলটির ইউরোপ সফর শেষ হবে ৪ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্টের মাধ্যমে।
এই তিনটি বড় শহরে পারফর্ম করার মধ্য দিয়ে বন জোভি উদযাপন করবেন জন বন জোভির সফল প্রত্যাবর্তনকে, চার বছরের শারীরিক সংগ্রামের পর।
উল্লেখ্য, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ‘বন জোভি’ মূলত ‘ইটস মাই লাইফ’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘লিভিন’ ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’ ও ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’। এই গানগুলো শুধুমাত্র ব্যান্ডের নয়, পুরো রক জগতের চিরস্মরণীয় গান হিসেবে দর্শক ও ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।
আমার বার্তা/জেএইচ

