ই-পেপার বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

চীন-রাশিয়া জোটকে হুমকি মানতে নারাজ ট্রাম্প

আমার বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২

চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বে আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ জোট যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তিনি দাবি করেছেন, চীনকে “আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের”।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, চীন-রাশিয়া ও তাদের মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ নয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের “ভালো সম্পর্ক” রয়েছে এবং চীনকে “আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের”।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন বুধবার বেইজিংয়ে “ভিক্টরি ডে” সামরিক কুচকাওয়াজে বিশ্বনেতাদের স্বাগত জানাতে যাচ্ছেন শি জিনপিং। এই প্রদর্শনীতে চীনের সামরিক শক্তিই হবে মূল আকর্ষণ। সেখানে যোগ দেবেন উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। পর্যবেক্ষকদের মতে, পশ্চিমা দেশগুলোর অবজ্ঞার জবাব দিতেই সেখানে থাকবে তাদের উপস্থিতি।

ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে আলোড়ন তোলার পর থেকেই চীন যুক্তরাষ্ট্রের পাল্টা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তবে ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প ও স্বার্থ রক্ষায় তার আরোপিত শুল্ক অত্যন্ত জরুরি, এর জন্য কূটনৈতিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত।

বিবিসির প্রশ্নে, বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রবিরোধী জোট গড়ছে কি না— এর জবাবে ট্রাম্প বলেন, “না। একেবারেই না। আমাদেরকে প্রয়োজন চীনের”। তিনি আরও বলেন, “আমার শি’র সঙ্গে সম্পর্ক খুবই ভালো। তবে চীনকে আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের। আমি এখানে কোনো সমস্যা দেখি না।”

মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে এবং “তারা কখনো আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাববেও না।”

ট্রাম্প আরও বলেন, “বিশ্বাস করুন, এটি হবে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল।”

তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তিচুক্তি হয়নি। ট্রাম্প বলেন, “আমি পুতিনের প্রতি খুবই হতাশ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় সবকিছু করবে।”

তবে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। চীন অবশ্য পুতিনের পূর্ণমাত্রার এই আগ্রাসনের সমালোচনা করেনি। বরং পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, তারা দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী সরবরাহ ও রুশ তেল কেনার মাধ্যমে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। যদিও বেইজিং এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্তের কিছু অংশে সেনা সমাবেশ করছে। রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, “(পুতিন) কোনোভাবেই শান্তি চুক্তিতে রাজি নন।”

ভুয়া ভোটারের তথ্যপ্রমাণ হাজির করল কংগ্রেস

ভারতের গুজরাট রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এক নতুন এবং ব্যাপক বিতর্ক মাথাচাড়া

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের

ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না: শিক্ষা উপদেষ্টা

তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

যেসব দেশ থেকে আগস্টে সর্বাধিক রেমিট্যান্স এলো

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

ভুয়া ভোটারের তথ্যপ্রমাণ হাজির করল কংগ্রেস

প্রতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের মতবিনিময় করার সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে

ফ্লোরিডায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে

চবি শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

রাকসুর মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে বিকেলে

যৌথ বাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

দেশের তরুণদের জন্য বিনামূল্যে এভিয়েশন প্রশিক্ষণ শুরু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

আগষ্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

ছাত্রীকে হুমকি দেওয়ায় আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

বৃহস্পতিবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়