
আসন্ন নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সামনের সারিতে থাকা ড্রেমোক্রেট দলের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির প্রশংসা করেছেন টেসলা ও স্পেসএস্কের মালিক ধনকুবের ইলন মাস্ক। জোহরান মামদানিকে তিনি ‘ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যত’ বলে উল্লেখ করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) নিউ ইয়র্ক সিটিতে একটি সমাবেশে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের মামদানিকে সমর্থন করার একটি ভিডিওর এক্সে (সাবেক টুইটার) শেয়ার দিয়ে জোহরান মামদানিকে ড্রোমোক্রেটিক পার্টির ভবিষ্যত বলে রিপোস্ট করে ইলন মাস্ক।
জোহরান মামদানি গত জুনে ট্রাম্প সমর্থক ও রিপাবলিকান পার্টির মনোনীত বর্তমান গর্ভনর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে আলোচনায় আসেন। তিনি ট্রাম্প ও তার নীতির অন্যতম সমালোচক। এরমধ্যে ধনকুবের ও ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য ইলন মাস্কের প্রশংসা তার জন্য ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আগামী নভেম্বরে শুরু হচ্চে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। তবে আগাম ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি।
ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।
আমার বার্তা/জেএইচ

