ই-পেপার সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

অরুণাচলের কাছে ৩৬টি বিমান আশ্রয়কেন্দ্র করেছে চীন, চিন্তায় ভারত

আমার বার্তা অনলাইন:
২৭ অক্টোবর ২০২৫, ১৯:৪২

তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে ৩৬টি শক্তিশালী বিমান আশ্রয়কেন্দ্র (এইচএএস), নতুন প্রশাসনিক ভবন এবং একটি নতুন অ্যাপ্রোনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে চীন। বেইজিংয়ের এই ঘাঁটি ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত বরাবর অবস্থিত। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরের লুনজেতে এই নতুন শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাণ চীনকে যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের সুবিধা দেবে। এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের। কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এনডিটিভিকে বলেছেন, লুনজেতে ৩৬টি শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাণের অর্থ হলো পরবর্তী সংঘাতের সময় তাদের কৌশলগত সব যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ওই ঘাঁটিতেই অবস্থান করবে।

তিনি বলেন, ওই অঞ্চলের ভূগর্ভস্থ বিভিন্ন সুড়ঙ্গে অস্ত্র ও জ্বালানি আগেভাগেই মজুত করেছে চীন। ধানোয়া বলেন, ডোকলাম সংঘাতের সময় (২০১৭ সালে) আমি বলেছিলাম, তিব্বতে চীনা বিমানবাহিনীর সমস্যা বিমান নয়, বরং বিমানের মোতায়েন। আমি তখনই বলেছিলাম, যেদিন তারা তিব্বতের ঘাঁটিগুলোতে শক্তিশালী বিমান আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করবে, সেদিনই বুঝতে হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এতে তাদের তিব্বত অঞ্চলের প্রধান দুর্বলতা দূর হবে।

ভারতের বিমানবাহিনীর সাবেক উপ-প্রধান এয়ার মার্শাল অনিল খোঁসলা বলেন, এসব বিমানঘাঁটির নির্মাণ ও উন্নয়ন ভবিষ্যতে চীনের যুদ্ধ পরিকল্পনাকে সহায়তা করতে পারে। এটি ভারতের জন্য ‌‌‘‘গুরুতর কৌশলগত হুমকি’’ হিসেবে দেখা উচিত। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে।

তিনি বলেন, লুনজের এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য গভীর তাৎপর্য বহন করে। ৩৬টি শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে অস্ত্রভাণ্ডার মজুত রাখার সুযোগ তৈরি, হামলার ঝুঁকি হ্রাস এবং উঁচু অঞ্চলে ধারাবাহিক অভিযান চালানোর সক্ষমতা বৃদ্ধি করবে।

খোঁসলা বলেন, এসব আশ্রয়কেন্দ্র নির্ভুল অস্ত্র, ভারতীয় বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে সুরক্ষা দেবে; ফলে সংঘাতের শুরুতেই ঘাঁটিটি অচল করা কঠিন হবে।

তিনি বলেন, তিংরি, লুনজে ও বুরাংয়ের মতো বিমানঘাঁটিগুলো নিয়ন্ত্রণ রেখার (এলএসি) খুব কাছাকাছি; প্রায় ৫০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই নৈকট্যের কারণে সীমান্ত উত্তেজনা দেখা দিলে দ্রুত বিমান মোতায়েন করা সম্ভব; যা অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখে ভারতের অবস্থানের ওপর নজরদারি চালানো সহজ হবে।

ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে (পূর্বের ম্যাক্সার) দেখা যায়, লুনজে ঘাঁটির রানওয়েতে কয়েকটি সিএইচ-৪ ড্রোনও অবস্থান করছে। সিএইচ-৪ মনুষ্যবিহীন ড্রোন উঁচু অঞ্চলে মিশন পরিচালনার জন্য নকশা করা হয়েছে। এটি ১৬ হাজার ফুটের বেশি উচ্চতা থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে; যা তিব্বতের মতো পার্বত্য এলাকায় আক্রমণ প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর। ইলেকট্রো-অপটিক্যাল সেন্সরযুক্ত এসব ড্রোন স্থলভিত্তিক নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে ডেটা সংযোগের মাধ্যমে পরিচালিত হয়। - সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন ৯২ বছরের পল

৯২ বছর বয়সী পল বিয়া অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আবারও জাতীয় নির্বাচনে জয়ের

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

আগামী ডিসেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার

রুবিওর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাণিজ্যচুক্তি নিয়ে জট কাটবে?

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলনে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর

নিউইয়র্কে মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী মামদানির প্রশংসায় ইলন মাস্ক

আসন্ন নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সামনের সারিতে থাকা ড্রেমোক্রেট দলের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

বাঘায় পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গুলিতে দুই যুবক নিহত

অরুণাচলের কাছে ৩৬টি বিমান আশ্রয়কেন্দ্র করেছে চীন, চিন্তায় ভারত

সালমান শাহ হত্যা মামলায় সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালালে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

নাফ নদ থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন ৯২ বছরের পল

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করতে দেবে পাকিস্তান

প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বরে

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস ডিজির

বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আ.লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে: মঈন খান

একলাখ দক্ষ কর্মী নেবে জাপান, প্রধান উপদেষ্টাকে এনবিসিসি টিম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত: সাখাওয়াত হোসেন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত