ই-পেপার বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত

আমার বার্তা অনলাইন
৩০ অক্টোবর ২০২৫, ১১:০৮

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল আলোচিত ট্রাম্প-জিনপিং বৈঠক। রুদ্ধদ্বার এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন উভয় নেতাই।

বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করছি এটি খুব সফল বৈঠক হবে। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল।

জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ট্রাম্পকে আবার দেখা সত্যিই দারুণ।

২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সময় দুই নেতা সর্বশেষ সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এবার তারা মুখোমুখি হয়েছেন এমন এক সময়ে, যখন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে।

বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, আজই কোনো চুক্তি হতে পারে। আমরা পরস্পরকে ভালোভাবে বুঝি।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ

গত মে মাসে ‘পারস্পরিক শুল্ক যুদ্ধ’ সাময়িকভাবে থামানোর ঘোষণা দিলেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ জারি রাখে, বিশেষ করে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ বজায় রেখে।

অন্যদিকে বেইজিং পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে।

বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) বৈঠকে এসব বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

‘বিশ্বের সমস্যাগুলোতে একসঙ্গে দায়িত্ব নিতে পারি’

নিজের বক্তব্যে জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বড় দুটি দেশ হিসেবে একসঙ্গে দায়িত্ব নিতে পারে। আমরা আমাদের দুই দেশের এবং বিশ্বের কল্যাণে আরও বাস্তব ও ইতিবাচক কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ট্রাম্প আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে তার অবদানের প্রশংসা করি।

চীনা প্রেসিডেন্ট জানান, মালয়েশিয়া সফরে ট্রাম্প কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে শান্তি চুক্তির সাক্ষী হয়েছেন। চীনও ওই সীমান্ত বিরোধ নিরসনে নিজস্ব উপায়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি বহুবার বলেছি—চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, অংশীদারত্ব ও বন্ধুত্বের হওয়া উচিত। ইতিহাস তাই শিক্ষা দেয়, বাস্তবতাও তাই দাবি করে।

বৈঠকে দুই পক্ষের সাতজন করে প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।

চীনা প্রতিনিধি দলে জিনপিংয়ের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু, উপ-প্রধানমন্ত্রী হে লিফেং, চিফ অব স্টাফ কাই চি, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজিয়ে।

সূত্র: বিবিসি

আমার বার্তা/জেএইচ

ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় দেওয়া বক্তব্যে পাকিস্তানের অবস্থানকে যেন আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান

পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

যেসব কারণে নীতি সুদ হার কমালো মার্কিন ফেডারেল রিজার্ভ

অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বুধবার (২৯ অক্টোবর) এ বছর

মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

প্রবল শক্তিশালী হারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই: বিএনপিকে পাটওয়ারী

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন বেতন ৩০

নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না

‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’

সোনার দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা

ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

অনুমোদিত সুগন্ধি চাল রপ্তানির সময় ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

তারেক রহমানের নির্দেশে জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে রিজভী

‘হ্যাঁ’ ‘না’র পক্ষে রাশেদ খাঁন, বললেন প্রতারণার কথা

বিএনপির লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, লাখো নতুন কর্মসংস্থান সৃষ্টি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

রিলসে আসক্তি কমাতে ইউটিউবের নতুন ফিচার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

গাজীপুরে বাসাবাড়ি থেকে দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার, বাবা-ছেলে আটক

পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘পাটালি গ্রুপে’র ১০ সদস্য আটক

ইসির নীতিমালা জারি, নির্বাচন পর্যবেক্ষকদের যেসব বিষয় মানতে হবে