ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

তুরস্কে সাঁড়াশি অভিযানে আটক করেছে ৪৭৮ অবৈধ অভিবাসীকে

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১২:২০

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে তুরস্ক। অভিযানে ৪৭৮ জন অবৈধ অভিবাসীকে আটকের পাশাপাশি সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২২ জুন) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিবাসন অধিদপ্তরের নেতৃত্বে পুলিশ, জেন্ডারমেরি, কোস্টগার্ড এবং সীমান্ত টহল দল মিলে দেশটির ৮১টি প্রদেশে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট তিন লাখ ৭২ হাজার ৪০৯ জনের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হয়েছে। তাদের মধ্যে ৪৭৮ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করেছে অভিযান পরিচালনকারী দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ১৪ হাজারেরও বেশি স্থানে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাহিনীর ২৭ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন।

তিনি বলেন, আমাদের অভিবাসন ব্যবস্থাপনা মানবাধিকার, নাগরিক মূল্যবোধ ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়। একইসঙ্গে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার মোকাবিলা থেকে শুরু করে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সুরক্ষা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আমরা এমন একটি নীতি অনুসরণ করছি, যা গোটা বিশ্বের জন্য উদাহরণ।

ইয়েরলিকায়া বলেন, আটক করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জনশৃঙ্খলা ও নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, মানবপাচারের বিরুদ্ধে লড়াই দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের কৌশলগত পদ্ধতি দেশকে অবৈধ অভিবাসন ও ট্রানজিট দেশে পরিণত হওয়া থেকে রক্ষা করেছে।’

গত কয়েক বছরে তুরস্কে অবৈধ অভিবাসীর সংখ্যা তুলনামূলক কমেছে। কিন্তু আফ্রিকা এবং আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তুরস্কে এখনও অভিবাসীরা আসছেন। আর এসব কারণে দেশটির কর্তৃপক্ষ আরও সতর্ক অবস্থানে আছে জানিয়েছেন মন্ত্রী।

তুরস্ক সরকারের দাবি, সিরীয় শরণার্থী ও অভিবাসীদের আগমন সামাল দেওয়ার ক্ষেত্রে তাদের অভিবাসন ব্যবস্থাপনা উদাহরণযোগ্য এবং মানবিক।

‘মোবাইল মাইগ্রেশন পয়েন্ট’ চালুর মাধ্যমে এই অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার চেষ্টা করছে তুরস্ক। এর মাধ্যমে অবৈধ অভিবাসী ও সন্দেহভাজন বিদেশিদের পরিচয় দ্রুত যাচাই করা সম্ভব হচ্ছে।

এসব ‘পয়েন্ট’ বা মোবাইল ইউনিটগুলো অভিবাসী এলাকায় মোতায়েন করা হয়। বিশেষ করে দেশটির জনবহুল শহর ইস্তাম্বুল থেকে শুরু করে ইজমির পর্যন্ত এই ইউনিটগুলো খুবই সক্রিয়া।

ইজমিরের ভৌগোলিক অবস্থান গ্রিক দ্বীপের কাছাকাছি হওয়ায় অনেক অবৈধ অভিবাসীরা ইজমিরে ভিড় করেন। সেখানকার উপকূল থেকে নৌকা পাড়ি দিয়ে অনেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ গ্রিসে ঢোকার চেষ্টা করেন।

আমার বার্তা/এল/এমই

মার্কিন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর অগ্রসর হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তার পর মধ্যপ্রাচ্যে

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলো ইউক্রেন, রাশিয়া ও

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক

ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

উরুর চোটে মায়োর্কার বিপক্ষে অনিশ্চিত গ্রিজম্যান

এবার ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

সরবরাহে নেই ঘাটতি, তবুও রোজার আগে চড়া দামে ছোলা-চিনি

ডিজিটাল ইনসুরেন্স ও মাইক্রো-ইনসুরেন্স: গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

ভাতা নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করা হবে: জামায়াত আমির

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গণিতে দুর্বলতা উদ্বেগজনক: সুজান ভাইজ

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির

নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তুরস্কে সাঁড়াশি অভিযানে আটক করেছে ৪৭৮ অবৈধ অভিবাসীকে

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান করেছে সুজন

ট্রাম্পের শুল্কের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়ায় কুয়াশার আভাস

ফরিদপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন পায়নি’

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন