ই-পেপার বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩

ঘুসের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড

আমার বার্তা অনলাইন:
২৮ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিউন হিকে এক বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। ‘রাজনৈতিক অর্থ আইন’ লঙ্গন করে দেশটির ইউনিফিকিশেন চার্চ থেকে ঘুস গ্রহণের অভিযোগে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় তার বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং স্বামীর সঙ্গে যোগসাজশ করে বিনা মূল্যে জনমত জরিপ নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। প্রমাণের অভাব ও সময়সীমা পেরিয়ে যাওয়ায় এসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

আদালত রায়ে বলেন, বিতর্কিত ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের কাছ থেকে কিম কিউন হি ঘুস হিসেবে দামি উপহার গ্রহণ করেছেন। এসব উপহারের মধ্যে ছিল একটি শ্যানেল ব্যাগ ও একটি গ্রাফ ডায়মন্ড নেকলেস। তবে ‘দ্বিতীয় আরেকটি শ্যানেল ব্যাগ’ নেওয়ার অভিযোগ থেকেও তিনি মুক্তি পান।

রাষ্ট্রপক্ষ জানায়, অভিযোগে উল্লেখ থাকা শেয়ার, ঘুস ও জরিপের মোট মূল্য ছিল প্রায় ১১৫ কোটি কোরিয়ান উন (বাংলাদেশি টাকায় প্রায় ৯০ কোটি টাকার সমান)। আদালতের বিচারক উ ইন-সুং বলেন, কিম কিউন হি নিজের অবস্থান ব্যবহার করে লাভবান হওয়ার চেষ্টা করেছেন এবং বিশেষ সুবিধার সঙ্গে যুক্ত দামি উপহার গ্রহণ করেছেন। তবে তিনি উপহার চাননি বা চার্চের কোনো দাবি স্বামীর কাছে পৌঁছে দেননি বলেও আদালত উল্লেখ করেন।

এর আগে গত আগস্টে বিশেষ কৌঁসুলির দপ্তর তাকে গ্রেপ্তার করে। প্রসিকিউশন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড চেয়েছিল। বিশেষ কৌঁসুলি মিন জুং-কি বলেন, প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রভাব খাটিয়ে তিনি সহজেই অর্থ ও দামি সামগ্রী গ্রহণ করেছেন।

কিম কিউন হির বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। ২০১০–১২ সালে একটি গাড়ি ডিলারশিপের শেয়ার কারসাজির অভিযোগ বহুদিন ধরে আলোচনায় ছিল। ২০২১ সালে তিনি জীবনবৃত্তান্তে তথ্য বাড়িয়ে লেখার জন্য প্রকাশ্যে ক্ষমা চান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি বাতিল করে।

২০২৩ সালে ২ হাজার ২০০ ডলারের একটি ডিওর ব্যাগ গ্রহণের গোপন ভিডিও প্রকাশ হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। দক্ষিণ কোরিয়ার দুর্নীতিবিরোধী আইনে সরকারি কর্মকর্তা ও তাদের জীবনসঙ্গীর ৭৫০ ডলারের বেশি উপহার নেওয়া নিষিদ্ধ।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলও কারাগারে। ২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনায় বিদ্রোহসহ নানা অভিযোগে তার বিচার চলছে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট দম্পতি একসঙ্গে কারাগারে গেলেন।

আমার বার্তা/এমই

চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহেই ইরানে ‘নির্ভুল হামলা’ চালাতে পারে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক পারস্য উপসাগরীয় অঞ্চলের এক

২৭ ট্রিলিয়ন ডলারের বাজারে যুক্ত হচ্ছে ২০০ কোটি মানুষ

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তিকে দুপক্ষই ‘মহাচুক্তি’ (মাদার

বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫ জন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী, এনসিপি প্রধান অজিত পাওয়ার। মুম্বাই থেকে বারামতী

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লক্ষাধিক সেনা হতাহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত প্রায় চার বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের ১৮ লাখের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়তাকিয়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক পুকুরে, নিহত ২ ও আহত ৪

দেশে কৃষকদের প্রণোদনায় বাধার মুখে পড়তে হয়: কৃষি উপদেষ্টা

তারেক রহমানের প্রতি মানুষ আশা দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, মতামত দেওয়ার অধিকার রাখে না

সরকারি নির্দেশনা অমান্য ও গোপন তথ্য প্রচারে জেল-জরিমানা

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

ঘুসের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড

সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে: রিজওয়ানা হাসান

চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইবিতে নিয়োগ ঠেকাতে বাসা থেকে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহ্বায়কের

সবার উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

মুন্সিগঞ্জ ৩: মাঠে সক্রিয় ৩ প্রার্থী, ধানের শীষে সমর্থনের জোয়ার

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস

নিপাহ ভাইরাসকে আড়াল করে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা ভারতের

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮