ই-পেপার বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩

রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

আমার বার্তা অনলাইন:
২৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাওয়া ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা চিকিৎসা সেবা গ্রহণকে সহজ, সময়সাশ্রয়ী ও তুলনামূলক কম খরচের করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ।

তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবার গতি বাড়বে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়েজ আহমেদ বলেন, বিএমইউ ও এটুআইয়ের এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের একটি দীর্ঘ প্রক্রিয়া শুরু হলো। এর ফলে রোগীরা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে বা হাতে হাতে বিল পরিশোধের ঝামেলা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফি ও বিল পরিশোধ করতে পারবেন। এতে সময় ও খরচ- দুটোই কমবে।

তিনি বলেন, ডিজিটাল সিস্টেম চালু হলে ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত সব ধরনের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় এই তথ্যভিত্তিক ব্যবস্থাপনা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে আরও শক্তিশালী করার পাশাপাশি রোগীদের সেবা গ্রহণ সহজ করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা সেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেনসহ বিএমইউ ও এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় বিএমইউর চিকিৎসা সেবা, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের ফি ও আনুষঙ্গিক বিল আদায়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এ জন্য বিএমইউর ওয়েব পোর্টাল ও সেবাসংশ্লিষ্ট সিস্টেমগুলোকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং বা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ফি ও বিল পরিশোধ করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে ক্যাশলেস ব্যবস্থার বাস্তবায়ন সহজ হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

আমার বার্তা/এমই

দেশে কৃষকদের প্রণোদনায় বাধার মুখে পড়তে হয়: কৃষি উপদেষ্টা

বড় বড় খাতে প্রণোদনার জন্য নানা সুপারিশ থাকে, কিন্তু এ দেশে কৃষকদের প্রণোদনা দিতে গেলে

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, মতামত দেওয়ার অধিকার রাখে না

আসন্ন নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ (অধিকার) দেশটি রাখে না

সরকারি নির্দেশনা অমান্য ও গোপন তথ্য প্রচারে জেল-জরিমানা

বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের কার্যক্রম সুসংগঠিত করা, সম্প্রচারের মানদণ্ড নির্ধারণসহ তদারকির জন্য সম্প্রচার কমিশন গঠন করছে

হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডে গ্রেপ্তার রাশিয়ান প্রত্নতাত্ত্বিক বিচার-পূর্ব দুই বছর জেলে থাকতে পারেন

বড়তাকিয়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক পুকুরে, নিহত ২ ও আহত ৪

দেশে কৃষকদের প্রণোদনায় বাধার মুখে পড়তে হয়: কৃষি উপদেষ্টা

তারেক রহমানের প্রতি মানুষ আশা দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, মতামত দেওয়ার অধিকার রাখে না

সরকারি নির্দেশনা অমান্য ও গোপন তথ্য প্রচারে জেল-জরিমানা

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

ঘুসের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড

সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে: রিজওয়ানা হাসান

চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইবিতে নিয়োগ ঠেকাতে বাসা থেকে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহ্বায়কের

সবার উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

মুন্সিগঞ্জ ৩: মাঠে সক্রিয় ৩ প্রার্থী, ধানের শীষে সমর্থনের জোয়ার

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস

নিপাহ ভাইরাসকে আড়াল করে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা ভারতের