
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বেসিস) ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক নতুন স্ট্যান্ডিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসিস বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান ও রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেম্বার ইন-চার্জ ও বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের উন্নয়ন, কনটেন্ট ব্র্যান্ডিং এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনায় সদস্যরা টর্স ভিত্তিক সাব-কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। চূড়ান্ত কাঠামো ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারণের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্যে চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিপণন ও কনটেন্ট খাতে একটি সুসংগঠিত পরিকল্পনা বেসিস সদস্যদের টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াবে।
মেম্বার ইন-চার্জ মো. জুয়েল বলেন, এই কমিটি শিল্প বিশেষজ্ঞদের কার্যকর প্ল্যাটফর্ম হবে। সম্মিলিত প্রচেষ্টায় বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।
সভায় মোট ১৭ জন সদস্য অংশ নেন, যার মধ্যে পাঁচজন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সরাসরি উপস্থিত ছিলেন কো-চেয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম খান (গ্রোথ টেকনোলজি), পার্থ সারথি সাহা (ইউএফও ইন্টারঅ্যাকটিভ) ও রাশেদুল ইসলাম (অনুপম রেকর্ডিং মিডিয়া)।
ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কো-চেয়ার এ এস এম রফিক উল্লাহ (কনটেন্ট ম্যাটার্স), মিনহাজুল হক (এসওয়াইএস সল্যুশন), সাব্বির ইসলাম (ওয়্যার), মো. তরিকুল ইসলাম (গুডহোপ ইনশিওর), আবির সিদ্দিক নাঈম (এলিগেন্স আইটি), আবু বকর সিদ্দিক (ইনোভার্সাল), মো. আজহার উদ্দিন (মিনিসফট পার্ক), মো. তারিকুল ইসলাম (জলপাই), মুহাম্মদ দেলোয়ার হোসেন (কাটিং এজার), মো. মামুনুর রহমান (গ্লোকাল টেকনোলজি) এবং তাজুল ইসলাম (এন জিটাল)।
বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান সভায় সেক্রেটারিয়েট ইন-চার্জ হিসেবে সভাটি সঞ্চালনা করেন।
আমার বার্তা/এমই

