
জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না থাকায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।
এছাড়াও ২৫১ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/জেএইচ

