সম্পর্কে বিচ্ছেদ কারোই কাম্য থাকে না। তবু সম্পর্ক ভাঙে। দীঘদিনের সম্পর্কে হঠাৎ করেই বেজে উঠে বিচ্ছেদের সুর। কিন্তু অনেকেই বুঝতে পারে না কী ভাবে সম্পর্ক সামলালে, বিচ্ছেদ ঠেকানো যায়। সম্পর্কে ভালো থাকার রাস্তা খোঁজেন অনেকেই। মাঝেমাঝে সম্পর্ক নিয়ে এই অস্থিরতা অসহায় করে তোলে অনেককেই। সঠিক সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় তখন।
কীভাবে এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসা যায়?
১) সম্পর্কে যখন দু’জনের অনুভূতি, মতামত, সিদ্ধান্ত একেবারে ভিন্ন পথে যেতে থাকে, তখন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন ওঠেই। তবে ভুল বোঝাবুঝি যাতে বাড়াবাড়ি আকার ধারণ না করে, সেজন্য খোলাখুলি কথা বলা জরুরি। শুধুমাত্র কথা বলা হয় না বলেই অনেক সম্পর্ক ভেঙে যায়। তাই মনের কথা বলে ফেলা জরুরি।
২) জন্ম সূত্রে পাওয়া সম্পর্ক ছাড়া, অন্য কোনও সম্পর্ক থেকে নিশ্চয়তা আসা করা বোকামি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের স্থায়িত্ব নির্ধারিত হয়। স্বপ্ন দেখা দোষের নয়। তবে বাস্তবের মাটিতে পা রাখাটাও জরুরি।
৩) সম্পর্কে চাহিদা থাকবেই। কিন্তু চাওয়া এবং পাওয়ার মাঝে যে সব সময় মিল থাকবে, তার কিন্তু কোনও মানে নেই। সব সময় চাহিদা অনুযায়ী প্রাপ্তি হয় না। তাই এই দুটির ভারসাম্য নিয়ে সচেতন থাকতে পারলে ভালো। তাতে মনের কষ্ট অনেকটাই কমবে।
আমার বার্তা/এল/এমই