ই-পেপার সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

একনেকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভায় অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন সেতু রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন নির্ধারণ করা হয়েছে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এর একটি চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং অন্যটি মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত সংস্করণ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ এবং ফেঞ্চুগঞ্জ সাউথ-১— এই তিনটি অনুসন্ধান কূপ খনন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে আছে ঢাকার মিরপুর-৯ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪–এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং একই আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। পাশাপাশি বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাস এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান বৈদ্যুতিক–যান্ত্রিক ব্যবস্থা ও অগ্নিনির্বাপক সরঞ্জামাদির আধুনিকায়ন এবং সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও এদিন অনুমোদিত হয়েছে।

সেতু মন্ত্রণালয়ের আওতায় অনুমোদিত হয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৬) এর তৃতীয় সংশোধিত সংস্করণ এবং সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প। স্থানীয় সরকার বিভাগ একটি প্রকল্প পেয়েছে— নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাপান হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্টের দ্বিতীয় ফেজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত সংস্করণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার এবং অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্ত করার প্রকল্প অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ুনির্ভর প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন এবং সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্প, মুন্সিগঞ্জে এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রথম সংশোধিত সংস্করণ এবং স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে— বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; কুমিল্লা জেলাস্থ মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টিডিয়াম উন্নয়ন; নোয়াখালী জেলাস্থ সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন এবং মাগুরা জেলা স্টেডিয়াম কমপ্লেক্সে ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প; দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট-৩য় পর্যায়) (২য় সংশোধিত); খুলনা পাবলিক কলেজ বয়রা, খালিশপুর এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (NAAND) (৩য় সংশোধিত) প্রকল্প; ঢাকা মাদারীপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প; শহীদ মো. সামিদ হোসেন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, মুক্তাগাছা, ময়মনসিংহ (১ম সংশোধিত); নোয়াখালী জেলাস্থ শহীদ ভুলু স্টেডিয়াম এর অধিদফতর উন্নয়ন প্রকল্প; বিয়াম ফাউন্ডেশন এর আওতায় প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প; কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার এর সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোন্ডারসসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত); জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প; গাজীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত); পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বনে জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ; চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নবাব খাল, নয়াগোল খাল এবং রেলওয়ের বরো পিট খনন/পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন।

আমার বার্তা/এমই

তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা, জানা নেই

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে উদ্বোধন হলো “Balleza by Tanisha” বিউটি পার্লার ও ফিটনেস জিম

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের পরিকল্পনা অবাস্তব: কেন্দ্রীয় ব্যাংক

স্কুল ভর্তির ডিজিটাল লটারি হবে ১১ ডিসেম্বর

উন্মোচিত হলো বাংলালিংকের নতুন লোগো

শেয়ারবাজারে মূল্যসূচকের বড় দরপতন

একনেকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

শুধু বিএনপির নয় বেগম জিয়া সারা জাতির অভিভাবক: রিজভী

শিক্ষকদের কর্মবিরতি: প্রাথমিক-মাধ্যমিক বার্ষিক পরীক্ষা স্থগিত

রপ্তানি বৃদ্ধি টেকসই করতে পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন: বাণিজ্য উপদেষ্টা

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম

তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন

আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

বাংলাদেশে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা, যা বলছে যুক্তরাজ্যের মিডিয়া

দেশনেত্রীর সুস্থতা কামনায় রূপগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

লবণাক্ত সুন্দরবনে মাটির গভীরে আছে দুটি বিশাল মিঠাপানির ভান্ডার

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

ইউক্রেনের ‘সবচেয়ে বড় সমস্যা’ কী, জানালেন ট্রাম্প

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেয়া হয়েছে ভেন্টিলেশনে