
দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে একটি শূন্যস্থান তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী সংগঠক শরিফ ওসমান বিন হাদি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সংবাদটি জানিয়েছেন। তিনি বলেন, “আমি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের অমর যোদ্ধা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)”।
ড. ইউনূস আরও জানান, কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তাকে টেলিফোনে এই দুঃসংবাদ জানিয়েছিলেন। তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী সংগ্রামের এই যোদ্ধাকে মহান শহিদ হিসেবে স্বীকৃতি দিতে দোয়া করেন।
প্রধান উপদেষ্টা বলেছিলেন, “শরিফ ওসমান বিন হাদির প্রয়ান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্ত্রী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
শরিফ ওসমান বিন হাদির মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শূন্যস্থান তৈরি করেছে। তার নেতৃত্ব ও সংগ্রামের স্মৃতি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

