
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক শোকবার্তা প্রকাশ করে জুলাই ঐক্য।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শোকবার্তায় জানানো হয়, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বিদেশে অবস্থানকালেই তার মৃত্যু হয়। সংগঠনটির পক্ষ থেকে তাকে ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠ’ হিসেবে উল্লেখ করে তার আত্মত্যাগকে আন্দোলনের ইতিহাসে স্মরণীয় বলে দাবি করা হয়।
ওসমান বিন হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে বিভিন্ন স্থানে কফিন মিছিল কর্মসূচির কথাও জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, জুলাই আন্দোলনের সঙ্গে ওসমান বিন হাদির ভূমিকা গভীরভাবে সম্পৃক্ত ছিল এবং তার অবদান আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সংগঠনটি দাবি করে, তিনি ছিলেন জুলাই ঐক্যের অস্তিত্বের অংশ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী বিপ্লবী ও সমর্থকদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার অনুরোধ জানায়।

